আলেয়া এফ
আলেয়া এফ

যা–ই হোক, তুলনা আসবেই

একটু একটু করে নিজের ক্যারিয়ারটা গুছিয়ে নিচ্ছেন আলেয়া এফ। ওটিটিতে শিগগিরই মুক্তি পাচ্ছে তাঁর অভিনীত ছবি ‘ইউ-টার্ন’। নিজের এই ছবিকে ঘিরে বেশ চাপে আছেন তিনি। তবে এ বলিউড তারকা জানিয়েছেন, কাজের ক্ষেত্রে চাপ নিতে ভালোবাসেন তিনি।
২০১৬ সালের কন্নড় ছবি ‘ইউ-টার্ন’ দারুণ সফলতা পেয়েছিল। পরে এই অতিপ্রাকৃত থ্রিলার ছবির তামিল, আর তেলেগু ভাষায় রিমেক হয়েছিল। এই দুই ছবিতে দক্ষিণি নায়িকা সামান্থা রুথ প্রভুকে মূল চরিত্রে দেখা গিয়েছিল। এবার এর হিন্দি রিমেকে আলেয়া এফকে দেখা যাবে।  এক বিবৃতিতে আলেয়া জানিয়েছেন, ‘এই ছবির চিত্রনাট্য পাঠের শুরু থেকে শেষ পর্যন্ত আমি মগ্ন ছিলাম।

চিত্রনাট্য শোনার শুরুর দিকে অনেক কিছু আগাম ভেবেছিলাম। এমনকি আসলে কে দায়ী, তা অনুমান করেছিলাম। পরে সেসব ভুল প্রমাণিত হয়েছে। এই ছবির চিত্রনাট্য শোনার সময় আমি আগাগোড়া রোমাঞ্চিত ছিলাম।’ আলেয়া জানিয়েছেন যে ‘ইউ-টার্ন’-এর মতো ব্লকবাস্টার ছবির রিমেকে কাজ করার জন্য তিনি বেশ চাপে আছেন। তাঁর ভাষায়, ‘একে তো এই ছবি ব্লকবাস্টার ছিল; তার একটা চাপ আছে আমার ওপর। আর আমার মনে হচ্ছে যে এই ছবির আসল অভিনেতাদের সঙ্গে আমার তুলনা করা হবে।

তাই আমার ওপর প্রত্যেকের প্রত্যাশা পূরণের এক চাপ আছে। তবে রিমেক হোক বা মৌলিক ছবি, আমি সব সময় চাপ নিতে ভালোবাসি। কারণ, এই চাপই আমাকে উদ্দীপিত করে। আর সামনে এগিয়ে যেতে সাহায্য করে।’

তিনি বলেন, ‘আমার এই ছবি রিমেক হলেও এর এক নিজস্বতা আছে। আমার এই ছবির চরিত্রগুলো আলাদা। তবে যা–ই হোক, তুলনা আসবেই। এখানে আমাদের কিছু করার নেই।’

আলেয়া এফ

বলিউডে এখন রিমেকের ধুম। আলেয়া নিজে রিমেক ছবিতে কাজ করতে কতটা স্বাচ্ছন্দ্য বোধ করেন? এ প্রসঙ্গে এই বলিউড নায়িকা বলেন, ‘আমি সবকিছুতেই স্বাচ্ছন্দ্য বোধ করি। এ ব্যাপারে আমার কোনো পছন্দ, অপছন্দ নেই। আমি শুধু দেখি যে আমার অভিনয় করার যথেষ্ট সুযোগ আছে কি না। কোন ছবি চলল, আবার কোন ছবি চলল না, এ নিয়ে ভাবি না। আমি খুশি আমার ফিল্মোগ্রাফি নিয়ে।’

আলেয়া এফকে সর্বশেষ দেখা যায় অনুরাগ কাশ্যপের ‘অলমোস্ট প্যায়ার উইথ ডিজে মহব্বত’ সিনেমায়। গত ৩ ফেব্রুয়ারি মুক্তি পাওয়া সিনেমাটিতে তাঁর সঙ্গে জুটি হয়েছিলেন করণ মেহতা।