রেড সি চলচ্চিত্র উৎসবকে ঘিরে সৌদি আরবের জেদ্দায় বসেছে তারকার মেলা। হলিউড, বলিউড, বিশ্ব সিনেমার জনপ্রিয় তারকারা সেখানে উপস্থিত হয়েছেন। আর সেখানেই বিপাকে পড়লেন ‘রইস’ সিনেমার শাহরুখের নায়িকা পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। বিমানে মাহিরা সৌদি আরবে পৌঁছালেও তাঁর ব্যাগ পৌঁছায়নি। বিমানবন্দরেই হারিয়ে গেছে তাঁর ব্যাগ।
ব্যাগ হারিয়ে সৌদি বিমান সংস্থাকে দুষছেন মাহিরা। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি জানান, ব্যাগ হারিয়ে তিন দিন ধরে সৌদি আরবে তিনি। মাহিরা একাধিকবার বিমান সংস্থার সঙ্গে যোগাযোগ করলেও ব্যাগ হারানো নিয়ে এখনো তারা কোনো সদুত্তর দিতে পারেনি। আর ব্যাগ হারানোর জন্য তিনি দায়ী করছেন সৌদি আরবের বিমান সংস্থাকে।
মাহিরা আরও লিখেছেন, ‘এই পোস্টের পর আশা করি, সৌদি আরবের বিমান সংস্থা এই বিষয়ে আমার সঙ্গে যোগাযোগ করবে। সেই সঙ্গে বিষয়টি সমাধানের জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবে।’ বিমান সংস্থার বিরুদ্ধে এমন অভিযোগ এই প্রথম নয়। কিছুদিন আগে কান চলচ্চিত্র উৎসবেও বিমানে গয়না হারিয়ে ফেলেন ভারতীয় অভিনেত্রী পূজা হেগড়ে।
‘রইস’ ছবিতে শাহরুখ খানের বিপরীতে অভিনয়ের মধ্য দিয়ে বলিউডে অভিষেক হয় এই পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খানের। এই ছবির পর বলিউডে জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। যদিও রাজনৈতিক টানাপোড়েনে এখন আর বলিউডে অভিনয় করতে না পারলেও পাকিস্তানের জনপ্রিয় মুখ মাহিরা।
পাকিস্তানের ইতিহাসের সর্বোচ্চ বাজেটের ছবি ‘দ্য লিজেন্ড অব মাওলা জাট’ ছবিতে ফাওয়াদ খানের সঙ্গে দেখা যায় মাহিরা খানকে। ছবিটি পাকিস্তানের আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে। প্রথম পাকিস্তানি ছবি হিসেবে ঢুকেছে শত কোটি ক্লাবে। ছবিটির জনপ্রিয়তা দেখে ভারতেও মুক্তির পরিকল্পনা করছে দুই দেশের কূটনীতিকেরা। যদিও ভারতে এই ছবি মুক্তি নিয়ে রয়েছে অনেক জটিলতা।