‘মিস ইউনিভার্স পাকিস্তান’ বিজয়ীকে নিয়ে আলোচনা, কে এই এরিকা রবিন

পাকিস্তানি নারীদের নিয়ে এবারই প্রথম সৌন্দর্য প্রতিযোগিতা মিস ইউনিভার্সের আয়োজন করা হয়েছে। মিস ইউনিভার্সের চূড়ান্ত আসরে পাকিস্তানের প্রতিনিধিত্ব করছেন মডেল এরিকা রবিন; পাকিস্তান ছাপিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমেরও শিরোনামে এসেছেন এই মডেল। ইনস্টাগ্রাম থেকে নেওয়া ছবিতে তাঁকে নিয়ে থাকল আরও তথ্য।
‘মিস ইউনিভার্স পাকিস্তান’ হিসেবে নির্বাচিত হয়েই আলোচনায় এসেছেন এরিকা রবিন। এই প্রতিযোগিতা নিয়ে দেশটির রাজনীতিবিদসহ অনেকেই সমালোচনা করছেন, বিষয়টি নিয়ে দেশটির তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আনোয়ার উল হক কাকার তদন্তেরও নির্দেশ দিয়েছেন
ছবি: ইনস্টাগ্রাম
আগামী নভেম্বরে এল সালভাদরে মিস ইউনিভার্সের ৭২তম আসরে পাকিস্তানের হয়ে প্রতিনিধিত্ব করার কথা রয়েছে ২৪ বছর বয়সী এই মডেলের। মিস ইউনিভার্স পাকিস্তানের আসর পাকিস্তানের বাইরে মালদ্বীপে বসেছিল গত মাসে
এরিক রবিন করাচির এক খ্রিস্টান পরিবারে জন্ম নেন। চণ্ডীগড়ে গভর্নমেন্ট কলেজ অব কমার্স অ্যান্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে পড়াশোনা করেছেন তিনি
২০২০ সালে মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করেন এরিক। বিভিন্ন পণ্যের বিলবোর্ডে দেখা গেছে তাঁকে
ঘুরতে ভালোবাসেন এরিক। তুরস্ক, মালদ্বীপসহ বেশ কয়েকটি দেশ ঘুরেছেন এই মডেল