শ্রীদেবী। রয়টার্স
শ্রীদেবী। রয়টার্স

শ্রীদেবীর বায়োপিক কি হচ্ছে? যা জানালেন বনি কাপুর

প্রয়াত বলিউড অভিনেত্রী শ্রীদেবীর আত্মজীবনীমূলক ছবি নিয়ে বেশ কিছুদিন ধরে নানান জল্পনাকল্পনা চলছে। অবশেষে এ নিয়ে মুখ খুললেন শ্রীদেবীর স্বামী তথা চিত্রনির্মাতা বনি কাপুর। তিনি জানালেন আসল সত্যটা।

ঈদে মুক্তি পেতে চলেছে বনি কাপুর প্রযোজিত ছবি ‘ময়দান’। অমিত শর্মা পরিচালিত এই ছবির মূল চরিত্রে আছেন অজয় দেবগন, প্রিয়ামণি, গজরাজ রাও।

সম্প্রতি ‘ময়দান’ ছবির প্রচারণার সময় বনি কাপুর শ্রীদেবীর বায়োপিক ছবি নিয়ে খোলাখুলি কথা বলেছেন। এ ব্যাপারে বিটাউনের এই খ্যাতনামা চিত্রনির্মাতা বলেছেন, ‘শ্রীদেবী ব্যক্তি হিসেবে অত্যন্ত অন্তর্মুখী ছিলেন।

শ্রীদেবী। রয়টার্স

আর তাই ওর জীবন ব্যক্তিগত রাখাই উচিত। আমার মনে হয় না ওর জীবনের ওপর ছবি নির্মাণ কখনো সম্ভব হবে। আমি যত দিন জীবিত থাকব, তত দিন পর্যন্ত তা হতে দেব না।’

চলচ্চিত্র নির্মাতা বনি কাপুরকে শ্রীদেবী বিয়ে করেন ১৯৯৬ সালে। ছবি: ইনস্টাগ্রাম

শ্রীদেবী তাঁর ক্যারিয়ারে অসংখ্য হিট ছবি উপহার দিয়েছেন। ২০১৭ সালে তাঁকে মূল অভিনেত্রী হিসেবে শেষ বড় পর্দায় দেখা গিয়েছিল। ছবির নাম ছিল ‘মম’। এই ছবিতে শ্রীদেবীর তুখোড় অভিনয় সবার হৃদয় জয় করেছিল। ‘মম’ ছবির জন্য তিনি জাতীয় পুরস্কার জয় করেছিলেন। ২০১৮ সালে শ্রীদেবীকে শাহরুখ খানের ‘জিরো’ ছবিতে দেখা গিয়েছিল। ২০১৮ সালের ২৪ ফেব্রুয়ারি তিনি না ফেরার দেশে পাড়ি জমান।