অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চন
অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চন

বিচ্ছেদের জল্পনার মধ্যেই ‘গোপন সাক্ষাৎ’ ঐশ্বরিয়া-অভিষেকের

বলিউডের তারকা দম্পতি ঐশ্বরিয়া রাই ও অভিষেক বচ্চনকে নিয়ে কয়েক মাস ধরেই তুমুল চর্চা হচ্ছে। তাঁদের নিয়ে এ আলোচনার মূল কারণ বিচ্ছেদের গুঞ্জন। অনেক দিন ধরে তাঁদের বিচ্ছেদ নিয়ে নানা ধরনের খবর প্রকাশিত হলেও ঐশ্বরিয়া বা অভিষেক এ নিয়ে কখনো মুখ খোলেননি। তাঁদের বিচ্ছেদের গুঞ্জন আরও জোরালো হয় মেয়ে আরাধ্যর জন্মদিনে অভিষেকের অনুপস্থিতির খবর চাউর হওয়ার পর। তবে নতুন ভিডিওতে দেখা গেল ভিন্ন চিত্র। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের

চলতি বছরে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের আসরে ঐশ্বরিয়া ও অভিষেককে নিয়ে জল্পনা আরও ঘনীভূত হয়। বিয়েতে আলাদাভাবে প্রবেশ করেছিলেন এ দম্পতি। এমনকি, কিছুদিন আগে ঐশ্বরিয়ার জন্মদিনেও বচ্চন পরিবারের পক্ষ থেকে আসেনি কোনো শুভেচ্ছাবার্তা। আরাধ্যর জন্মদিনেও দেখা যায়নি অভিষেককে।

অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া

কন্যার জন্মদিন উদ্‌যাপনের একগুচ্ছ ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগ করেছিলেন ঐশ্বরিয়া। সেখানে কোথাও দেখা যায়নি জুনিয়র বচ্চনকে। নেটাগরিকেরা ধরেই নিয়েছিলেন, সত্যিই বিচ্ছেদ হচ্ছে বচ্চন দম্পতির। অনেকেই অভিষেককে কটাক্ষ করে বলেছিলেন, ‘মেয়েটার জন্মদিনেও থাকতে পারলেন না?’

কিন্তু ঘটনা হলো সেদিন নাকি মেয়ের জন্মদিনের উদ্‌যাপনে সশরীর উপস্থিত ছিলেন অভিনেতা। জন্মদিনের অনুষ্ঠান আয়োজনকারী সংস্থার ভাগ করে নেওয়া ভিডিওতে ধরা পড়লেন অভিষেক। এই ভিডিওই সমস্ত জল্পনায় জল ঢেলেছে। নেটাগরিকদের প্রশ্ন, ‘ভালোই তো আছেন বচ্চন দম্পতি। তাহলে কেন বিচ্ছেদের জল্পনা?’
১৩ বছর ধরে আরাধ্যর জন্মদিনের অনুষ্ঠান আয়োজন করছে এই সংস্থা। তাই সেই সংস্থাকে শুভেচ্ছাও জানিয়েছেন অভিষেক। ভিডিও বার্তায় অভিনেতা বলেছেন, ‘ধন্যবাদ। ১৩ বছর হয়ে গেল ভাবা যায়! ১৩ বছর ধরে আরাধ্যর জন্মদিনের অনুষ্ঠানের আয়োজন করার জন্য ধন্যবাদ। তোমরা আমাদের পরিবার হয়ে গিয়েছ। এই দিনটা আমাদের ও আরাধ্যর জন্য বিশেষ করে তোলার জন্য ধন্যবাদ।’

এই ভিডিও স্পষ্ট করে দিয়েছে, আরাধ্যর জন্মদিন, অর্থাৎ ১৬ নভেম্বর একসঙ্গেই ছিলেন অভিষেক ও ঐশ্বরিয়া। তাহলে কি সব ঠিকই রয়েছে বচ্চন দম্পতির মধ্যে? বৃথাই জল্পনা চলছে? প্রশ্ন উঠছে নেটপাড়ায়।

তবে দেখা হলেও ইচ্ছা করেই নাকি আরাধ্য ও ঐশ্বরিয়ার সঙ্গে সাক্ষাতের খবর তখনই প্রকাশ করতে চাননি অভিষেক। সে জন্যই ভিডিওটি এত দিন প্রকাশ করা হয়নি।
এদিকে বিচ্ছেদ নিয়ে নানা খবরের মধ্যে ঐশ্বরিয়ার কাজ নিয়ে তেমন কথা হয়নি। নতুন খবর, কাজে ফিরছেন অভিনেত্রী। এখানেই শেষ নয়, নতুন সিনেমায় নাকি জুটে হয়ে আসছেন অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চন! এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে বিভিন্ন ভারতীয় গণমাধ্যমের খবর, মণি রত্নমের ছবিতে দেখা যাবে তাঁদের।