সম্প্রতি লন্ডন থেকে নিজের দেশে ফিরেছেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। দেশে ফেরার পর মুম্বাইয়ের এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি। এই অনুষ্ঠানে আনুশকা তাঁর পারিবারিক জীবন নিয়ে খোলাখুলি কথা বলেছেন। মেয়ে ভামিকা ও ছেলে অকায়ের কথা উঠে এসেছে এই আসরে।
২০২১ সালে আনুশকা আর বিরাট কোহলির জীবনে আসে মেয়ে ভামিকা। চলতি বছরের ফেব্রুয়ারিতে লন্ডনে ছেলে অকায়ের জন্ম দেন আনুশকা। তার পর থেকে লন্ডনেই ছিলেন আনুশকা-বিরাট তাঁদের দুই সন্তানকে নিয়ে। মুম্বাইতে আয়োজিত এক অনুষ্ঠানে আনুশকা জানান যে তিনি চান তাঁর সন্তানেরা যেন পারিবারিক খাবারের স্বাদ থেকে বঞ্চিত না হয়। এ প্রসঙ্গে অভিনেত্রী বলেছেন, ‘আমাদের বাড়িতে আলোচনা হয় যে আমাদের মায়েরা যেসব খাবার বানান, আমরা যদি সেসব খাবার না বানাই, তাহলে আমাদের সন্তানদের পারিবারিক খাবারের স্বাদ দিতে পারব না। তাই কখনো কখনো আমি রান্না করি। আবার কখনো–সখনো বিরাট খাবার বানায়।’ আনুশকা আরও বলেছেন, ‘আমি সব সময় আমার মায়ের মতো রান্না করার চেষ্টা করি। আমি মাঝেমধ্যে একটু চিটিং করি। আমার মাকে ফোন করে রেসিপি জিজ্ঞেস করি।’
আনুশকা বলেছেন, ‘আমি রোজকার রুটিন নিয়ে বেশ কড়া। আমরা প্রচুর ঘুরে বেড়াই। তাই আমাদের সন্তানদের নানান ধরনের পরিবর্তনের মধ্যে দিয়ে যেতে হয়। আমি নিজে রুটিন বানাই, যাতে ওরা দুজন আমার নিয়ন্ত্রণে থাকতে পারে। ভামিকা আর অকায়ের খাবারের সময় নির্ধারিত আছে। আমরা ঘড়ির কাঁটা ধরে খাবার খাই, আর ঘুমাতে যাই।’
এদিনের এই অনুষ্ঠানে আনুশকা মা–বাবার ওপর নিখুঁত অভিভাবক হওয়ার চাপ নিয়েও কথা বলেছেন। এ প্রসঙ্গে অভিনেত্রী জানান, ‘আমাদের ওপর নিখুঁত অভিভাবক হওয়ার এক চাপ সব সময় আছে। আমরা মোটেও তা নই। আর এটা একদমই ঠিক আছে। আমরাও অনেক সময় অভিযোগ করি। আর সন্তানদের সামনে স্বীকার করে নেওয়া ভালো যে আমরাও ভুল করি।’ আনুশকার বক্তব্য, ‘আমরা আমাদের ভুল যদি মেনে নিই, তাহলে সন্তানদের ওপর চাপ কম আসে। ওরা যদি মনে করে ওদের মা–বাবা সব সময় ঠিক, তাহলে ওদের ওপর এ রকম হওয়ার এক অদৃশ্য চাপ চলে আসে।’
আনুশকা জানিয়েছেন যে ভামিকা আর অকায় আসার পর তাঁর সামাজিক জীবন অনেকটা বদলে গেছে। অভিনেত্রী বলেন, ‘আমরা এখন তাঁদের সঙ্গেই আড্ডা মারি, যাঁরা আমাদের মতো। কেউ যখন আমাদের ডিনারে আমন্ত্রণ জানান, আমি তাঁকে বলি এই সময় আপনি নোনতা খাবার খাচ্ছেন, আর আমাদের রাতের খাবার খাওয়া হয়ে গেছে।’
আনুশকা এবার বিরাট ও তাঁর দুই সন্তান ছাড়া দেশে এসেছেন। অকায়ের জন্মের পর দ্বিতীয়বার ভারতে এলেন অভিনেত্রী।
এর আগে মে মাসে আইপিএল ম্যাচের কারণে দেশে এসেছিলেন তিনি। ২০১৮ সালে ‘জিরো’ ছবির পর আনুশকাকে আর রুপালি পর্দায় দেখা যায়নি। সম্ভবত তিনি ‘চাকদা এক্সপ্রেস’ ছবির মাধ্যমে অভিনয়জীবনের দ্বিতীয় ইনিংস খেলতে নামবেন। এই স্পোর্টস বায়োপিকটি বাঙালি ক্রিকেটার ঝুলন গোস্বামীর জীবনের ওপর আধারিত। ‘চকদা এক্সপ্রেস’ ছবির শুটিং সম্পূর্ণ হয়ে গেছে। এই ছবির মুক্তির দিন এখনো ঘোষণা করা হয়নি।