বলিউড সুপারস্টার শাহরুখ খানের ‘জওয়ান’ ছবি বক্স অফিসে তোলপাড় করার জন্য পুরোপুরি প্রস্তুতি নিচ্ছে। এই ছবিকে ঘিরে প্রতিদিনই কোনো না খবর শোনা যাচ্ছে। নতুন খবর, কিং খানের বহুল প্রতীক্ষিত এই ছবি বিশ্বের সবচেয়ে বড় পর্দায় মুক্তি পেতে চলেছে।
জার্মানির লিওনবার্গের এক বিশাল আইম্যাক্স পর্দায় ছবিটি দেখানো হবে। সবকিছু ঠিকঠাক থাকলে প্রথম ভারতীয় ছবি হিসেবে ‘জওয়ান’ এই রেকর্ড করবে। বিভিন্ন গণমাধ্যমের খবর অনুযায়ী, জার্মানির আইম্যাক্স স্ক্রিনটি ১২৫ ফুট চওড়া, আর উচ্চতা ৭২ ফুট। এই আইম্যাক্স স্ক্রিন সাধারণ স্ক্রিনের থেকে অনেক বড়।
সম্প্রতি শাহরুখ খানের ‘জওয়ান’ ছবির মোশন পোস্টার মুক্তি পেয়েছে। এই পোস্টারে কিং খানকে নানান বেশে দেখা যাচ্ছে। অ্যাটলি কুমার পরিচালিত এই ছবির একটি গান কিছুদিন আগে প্রকাশ্যে এসেছে। এই গানে নয়নতারা আর শাহরুখের রসায়ন সবাই দারুণ পছন্দ করেছেন। ‘জওয়ান’ ছবির অগ্রিম বুকিং দুবাই আর যুক্তরাষ্ট্রে শুরু হয়ে গেছে। ইতিমধ্যে বিদেশে এই ছবির ১১ হাজার ৮৮০টি টিকিট বিক্রি হয়ে গেছে।
নির্মাতারা অগ্রিম বুকিং থেকে ১ দশমিক ৫২ কোটি রুপি (১,৮৩,৭৯১ ডলার) আয় করে ফেলেছে। শুধু আমেরিকায় ‘জওয়ান’ ছবিটি ৪০৭ স্ক্রিনে মুক্তি পাবে। কিং খান, নয়নতারা ছাড়াও ছবিতে আছেন প্রিয়ামণি, সানিয়া মালহোত্রা, বিজয় সেতুপতিসহ আরও অনেকে। এই ছবিতে দীপিকা পাড়ুকোনকে ক্যামিও হিসেবে দেখা যাবে। হিন্দি ছাড়া তামিল, তেলেগু, মালয়ালম ভাষায় ‘জওয়ান’ মুক্তি পাবে।
এ বছর শাহরুখের ‘পাঠান’ ছবিটি মুক্তি পেয়েছিল। ছবিটি বক্স অফিসে নানান রেকর্ড সৃষ্টি করেছিল। ‘জওয়ান’ এ বছর কিং খানের দ্বিতীয় ছবি হতে চলেছে। চলচ্চিত্র ব্যবসায়ীদের ধারণা যে ‘জওয়ান’ যে গতিতে দৌড়াচ্ছে, তাতে ছবিটি ‘পাঠান’-কে এই দৌড়ে পিছনে ফেলে দেবে। আগামী ৭ সেপ্টেম্বর ‘জওয়ান’ মুক্তি পাবে।