রাজপাল যাদব। ইনস্টাগ্রাম থেকে
রাজপাল যাদব। ইনস্টাগ্রাম থেকে

স্ত্রীর অকালমৃত্যু, জেলজীবন সবই দেখেছেন তিনি

হিন্দি সিনেমার গুরুত্বপূর্ণ অভিনেতা তিনি। তাঁর হয়তো শাহরুখ খান, সালমান খানের মতো তারকাখ্যাতি নেই, কিন্তু কমেডি থেকে শুরু করে নানা বৈচিত্র্যময় চরিত্রে রাজপাল যাদবের যা অভিনয়, তাতে তাঁকে সমীহ না করে উপায় কী! আজ ১৬ মার্চ এই অভিনেতার জন্মদিন। এ উপলক্ষে ইন্ডিয়ান এক্সপ্রেস, হিন্দুস্তান টাইমস অবলম্বে জেনে নেওয়া যাক রাজপাল যাদব সম্পর্কে কিছু জানা-অজানা তথ্য—

১৯৭১ সালের ১৬ মার্চ ভারতের উত্তর প্রদেশের কুন্দ্রায় জন্ম রাজপাল যাদবের। ভারতের ন্যাশনাল স্কুল অব ড্রামা থেকে অভিনয়ের পাঠ নিয়ে রাজপাল টিভি সিরিয়াল দিয়ে অভিনয় শুরু করেন। ২০০০ সালে রামগোপাল ভার্মার ‘জংলি’ সিনেমায় নেতিবাচক চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি পান।

রাজপাল যাদব। ইনস্টাগ্রাম থেকে

পরে কৌতুক অভিনেতা হিসেবেও ব্যাপক জনপ্রিয়তা পান। গত দুই যুগে তাঁকে দেখা গেছে ‘মুঝছে শাদি করোগি’, ‘ফির হেরা ফিরি’, ‘পার্টনার’, ‘কৃশ ৩’, ‘ভুল ভুলাইয়া ২’, ‘মালামাল উইকলি’ ইত্যাদি সিনেমা দিয়ে পরিচিতি পান। তবে অভিনয়ের দীর্ঘ পথ পাড়ি দিতে নানা সংগ্রামের মধ্য দিয়ে যেতে হয়েছে তাঁকে। ব্যক্তিগত জীবনেও পড়েছেন নানা সংকটের মধ্যে।

রাজপালের প্রথম স্ত্রী যখন মারা যান, তখন তাঁর বয়স মাত্র ২০ বছর। সাক্ষাৎকারে তাঁকে বলতে শোনা যায়, তাঁর প্রথম কন্যাসন্তান জন্মের পরেই তাঁর স্ত্রী মারা যান। অভিনয়ে ২৫ বছর পূর্ণ করা উপলক্ষে ভারতীয় গণমাধ্যম দ্য লাল্লানটপের সঙ্গে কথা বলেছিলেন অভিনেতা। সেখানেই তিনি এ তথ্য জানান। রাজপাল বলেন, ‘আগেকার দিনে আপনি যদি একটা ঠিকঠাক চাকরি পেয়ে যান, তাহলেই পরিবার আপনার বিয়ে দিয়ে দিত। আমারও তা-ই হয়েছিল।

‘ভুল ভুলাইয়া ২’ সিনেমায় কার্তিক আরিয়ান ও রাজপাল যাদব। আইএমডিবি

বাবা বিয়ে দিয়ে দেন ২০ বছর বয়সেই। আমার প্রথম স্ত্রী বাচ্চা প্রসব করতে গিয়ে মারা যান। আমার পরের দিন ওকে দেখতে যাওয়ার কথা ছিল। আর সেদিন আমি ওর লাশ কাঁধে নিয়ে শ্মশানে যাই। তবে আমার পরিবারকে, আমার মাকে, আমার শ্যালিকাকে অনেক ধন্যবাদ আমার মা মরা মেয়েটাকে ভালোবেসে বড় করার জন্য। ওকে মায়ের অভাব বুঝতে না দেওয়ার জন্য।’

এ সাক্ষাৎকারেই রাজপাল তাঁর দ্বিতীয় স্ত্রী রাধা যাদব সম্পর্কে কথা বলেন, যাঁকে রাজপাল বিয়ে করেন ২০০৩ সালে। রাজপাল বলেন, ‘আমি কোনো দিন ওকে বলে দিইনি—শাড়ি পরো বা অন্য কিছু। আমি আমার মায়ের সঙ্গে যেভাবে কথা বলি, ও নিজেও সেভাবে কথা বলে। ও নিজে থেকে আমাদের গ্রামের ভাষা শিখেছে। ওকে গ্রামে দেখলে কেউ বুঝতেও পারবে না যে ও পাঁচটা ভাষা জানে।

রাজপাল যাদব। ইনস্টাগ্রাম থেকে

একদিন গ্রামে গিয়ে দেখি, ও মুখ ঢেকে বসে আছে। আসলে গ্রামের কিছু নিজস্ব নিয়মনীতি আছে। ও সেগুলো মেনে চলে। আমার গুরুর পর আমার মা–বাবা, আর তারপর ও আমাকে সবচেয়ে বেশি সমর্থন করেছে। ১০০ শতাংশ। রাধা আমার প্রথম স্ত্রী থেকে আমার যে মেয়ে আছে, তাকেও ও নিজের করে নিয়েছে। এখন সেই মেয়ে বিয়ে করে লক্ষ্ণৌতে সংসার করছে। আমার কোনো কৃতিত্ব নেই। সবটা আমার পরিবারের আর আমার স্ত্রীর। আমি শুধু মাধ্যমমাত্র।’

রাজপালের আছে জেল খাটার অভিজ্ঞতাও। ২০১৮ সালে ৫ কোটি টাকা ঋণ শোধ করতে না পারার জন্য তিন মাসের জন্য জেলে গিয়েছিলেন। সেই অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন, ‘তিন মাস পর যখন জেল থেকে বের হচ্ছিলাম, জেল কর্তৃপক্ষ ও কর্মীরা আমাকে একটির পরিবর্তে দুটি সার্টিফিকেট দিয়েছিল। তিনি বলেন, জায়গাটি খুবই ঐতিহাসিক এবং আমরা সারা জীবনে আপনার মতো কাউকে দেখিনি। আমরা আপনার দ্বারা অনুপ্রাণিত হই। আমরা ভেবেছিলাম, প্রতিদিন আপনার কাছ থেকে অভিযোগ শুনব। কিন্তু এই তিন মাসে আপনি এই দেয়ালগুলোকে জীবন দিয়েছেন।’
চলতি বছরও বেশ কয়েকটি হিন্দি সিনেমায় দেখা যাবে রাজপাল যাদবকে।