আবেদনময়ী আইটেম গান, সেটাতে নাচছেন র্কীর্তি সুরেশ; দক্ষিণি সিনেমার যাঁরা দর্শক, তারা জানেন এটা কতটা অস্বাভাবিক ঘটনা। তবে অস্বাভাবিক হলেও সেটাই ঘটেছে এবার। এক গান দিয়েই হুলুস্থুল ফেলে দিয়েছেন কীর্তি। পিঙ্কভিলা অবলম্বনে বিস্তারিত জেনে নেওয়া যাক ছবিতে ছবিতে।