শাবানার ঠোঁটে চুমু, বিব্রত নন খুশি ধর্মেন্দ্র

শাবানা আজমি ও ধর্মেন্দ্রর চুম্বনের দৃশ্য আলোচনায়
কোলাজ

সাত বছর পর করণ জোহরের নতুন সিনেমা মুক্তি পেয়েছে। গত শুক্রবার মুক্তি পেয়েছে ‘রকি অউর রানি কি প্রেমকাহানি’। কি নেই এ ছবিতে? বলা যায়, বিনোদনের সব রসদ থরে থরে সাজানো। অনেক দিন পর বড় পর্দায় করণ জোহরের সিনেমা, তাই ‘রকি অউর রানি কি প্রেমকাহানি’ দেখতে যাচ্ছেন ভারতের দর্শকেরা। এই ছবিতে আবার জুটি বেঁধে আসছেন রণবীর সিং ও আলিয়া ভাট। তাঁরাই ছবির কেন্দ্রীয় চরিত্র। তবে ছবিতে শাবানা আজমি ও ধর্মেন্দ্রর চুম্বনের দৃশ্য মুক্তির পর থেকেই রয়েছে আলোচনায়।

‘রকি অউর রানি কি প্রেমকাহানি’ ছবিতে পাঞ্জাবি তরুণ রকির ভূমিকায় দেখা গেছে রণবীর সিংকে। আলিয়াকে ছবিতে দেখা গেছে রানী চ্যাটার্জি নামের এক বাঙালি তরুণীর চরিত্রে। তবে দর্শক এ জুটির বাইরে সাক্ষী হয়েছেন আরেক ভালোবাসার গল্পের, কমল লুন্দ আর যামিনী চট্টোপাধ্যায়ের।

এই দুই চরিত্রে অভিনয় করেছেন ধর্মেন্দ্র আর শাবানা আজমি। একটি দৃশ্যে সাতাশি বছরের ধর্মেন্দ্র আর বাহাত্তরের শাবানা আজমির রোমান্টিক দৃশ্য রয়েছে। ইন্ডিয়ান এক্সপ্রেসসহ বেশ কয়েকটি ভারতীয় গণমাধ্যমের অনলাইন খবর থেকে জানা গেছে, সেখানকার সিনেমা হলগুলোতে এমনও দৃশ্য দেখা গেছে, পর্দায় ধর্মেন্দ্র আর শাবানা আজমি ঠোঁটে ঠোঁট রাখতেই উচ্ছ্বাসে ফেটে পড়ছেন দর্শক। শোনা যায় করতালির আওয়াজ। সেই দৃশ্য নিয়ে এখন নেটপাড়াতেও আলোচনা হচ্ছে।

ধর্মেন্দ্র ও শাবানা আজমি

পরিচালক হিসেবে করণ জোহরের শেষ ছবি ছিল ‘অ্যায়ে দিল হ্যায় মুশকিল’। সংগত কারণে করণের ‘রকি অউর রানি কি প্রেমকাহানি’ ছবিকে ঘিরে সবার আগ্রহ ছিল তুঙ্গে। রণবীর সিং আর আলিয়া ভাটের দুর্দান্ত রসায়ন, অরিজিৎ সিংয়ের রোমান্টিক গান, শাবানা আজমি, জয়া বচ্চন, ধর্মেন্দ্রর মতো তারকারা, মসলাদার চিত্রনাট্য, দারুণ লোকেশন, হাসি, আবেগ—সবকিছুই আছে করণের এই ছবিতে। করণ অনেক যত্ন নিয়ে নির্মাণ করেছেন ছবিটি।

এ ছবিতে দুই প্রবীণ তারকার গভীর চুমুর দৃশ্য নেট জনতার অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন। সিনেমা হলে চিৎকার করেছেন। এ খবর ধর্মেন্দ্রর কানে গিয়েছে। দৃশ্যটি নিয়ে তিনি বেশ খুশি।

ধর্মেন্দ্র ও শাবানা আজমি

অবশ্য ধর্মেন্দ্রর মতে, এতে অবাক হওয়ার কিছু নেই। প্রেমের কোনো বয়স হয় না। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে বর্ষীয়ান অভিনেতা বলেন, ‘আমার মনে হয়, যেকোনো বয়সের মানুষ তাঁর ভালোবাসার মানুষের প্রতি এভাবেই অনুভূতি জানান। এই দৃশ্যে শুট করার সময় আমি কিংবা শাবানা, কেউই বিন্দুমাত্র অস্বস্তি অনুভব করিনি।’

ধর্মেন্দ্র বলেন, এই প্রথম নয়, এর আগেও তিনি ‘লাইফ ইন আ...মেট্রো’ সিনেমায় এমন চুম্বন দৃশ্যে অভিনয় করেছেন। সে ছবিতে অভিনেতার বিপরীতে ছিলেন নাফিসা আলি। সে সময়ও প্রশংসা পেয়েছিলেন বলেই জানান বর্ষীয়ান অভিনেতা। সে সময়ে স্মৃতিচারণা করে বলেন, ‘শেষবার যখন নাফিসাকে চুম্বন করি, দর্শক সাদর গ্রহণ করেছিলেন। তবে সব সময় একটা চাপ থাকে আগের বারের তুলনায় ভালো করার’, বলেই হেসে দেন প্রবীণ অভিনেতা।

‘রকি অওর রানি কি প্রেম কাহানি’র প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন রণবীর সিং ও আলিয়া ভাট

জানা গেছে, ২ ঘণ্টা ৪৮ মিনিটের ছবিটিতে সেন্সর বোর্ড পাঁচটি বদল করার নির্দেশ দিয়েছিল। সেন্সর বোর্ড কিছু গালাগালি কেটে দিয়েছে। ছবির তিনটা গোটা সংলাপ পুরোপুরি বাদ দেওয়া হয়েছে। এর মধ্যে একটি ছিল লোকসভা ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে। এই ছবির ট্রেলারে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর-সম্পর্কিত একটা দৃশ্য দেখা গেছে। সেই দৃশ্যটিও কাটাছেঁড়া করেছে সেন্সর বোর্ড।