‘দৃশ্যম টু’র একটি দৃশ্য
‘দৃশ্যম টু’র একটি দৃশ্য

‘দৃশ্যম’ এবার রিমেক হচ্ছে হলিউডে

মোহনলালকে নিয়ে ‘দৃশ্যম’ ফ্র্যাঞ্চাইজির সিনেমা বানিয়ে ব্যাপক পরিচিতি পেয়েছেন নির্মাতা জিতু জোসেফ। গল্প বলা, একের পর এক চমক, টান টান চিত্রনাট্য—জিতুকে ভারতের অন্যতম সফল থ্রিলার সিনেমা নির্মাতা হিসেবে পরিচিত দিয়েছে।

পরে হিন্দিসহ বিভিন্ন ভাষায় রিমেক হয় এই ফ্র্যাঞ্চাইজির সিনেমা। নতুন খবর, এবার হলিউডে রিমেক হচ্ছে ‘দৃশ্যম’। ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, প্রযোজনা সংস্থা প্যানারোমা স্টুডিওজ এর মধ্যেই হলিউডের গলফ স্ট্রিম পিকচার্স ও জোয়াট ফিল্মসের সঙ্গে জোট বেঁধেছে।

‘দৃশ্যম’ ফ্র্যাঞ্চাইজির মূল প্রযোজনা সংস্থা আশীর্বাদ সিনেমাস। তবে তাদের কাছ থেকে ‘দৃশ্যম ১’ ও ‘দৃশ্যম ২’-এর আন্তর্জাতিক রিমেকের স্বত্ব কিনেছে প্যানারোমা ফিল্মস।

‘দৃশ্যম টু’র একটি দৃশ্য

জানা গেছে, কেবল হলিউডেই নয়, ‘দৃশ্যম’-এর কোরীয় ও স্প্যানিশ রিমেকও চূড়ান্ত হওয়ার পথে।

প্যানারোমা স্টুডিওজ-এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক কুমার মঙ্গত পাঠক ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, ‘হলিউডে ছবিটি রিমেক হচ্ছে, এ খবর ভাগাভাগি করতে পেরে আমরা খুব আনন্দিত। আগামী ৩ থেকে ৫ বছরের মধ্যে ১০টি দেশে “দৃশ্যম”-এর রিমেক তৈরি করা।’

২০১৩ সালে মালয়লাম ভাষায় মুক্তি পায় ‘দৃশ্যম’-এর প্রথম কিস্তি। পরে মোহনলাল-জিতু জোসেফ জুটির দ্বিতীয় কিস্তিও মুক্তি পায়।