বলিউড তারকা উর্বশী রাউতেলা নিজের পেশার থেকে বেশি ব্যক্তিগত কারণের জন্য খবরে উঠে আসেন। কখনো ভারতীয় ক্রিকেটার ঋষভ পন্তের সঙ্গে তাঁর বাগ্বিতণ্ডা খবরজুড়ে থাকে। আবার কখনো তিনি আলোচনায় উঠে আসেন শুধু তাঁর ফ্যাশন জন্য। কান চলচ্চিত্র উৎসব থেকে শুরু করে বিভিন্ন সৌন্দর্য প্রতিযোগিতার আসরে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করতে দেখা যায় অভিনেত্রী উর্বশীকে। চিত্রসমালোচকেরা মনে করেন, তাঁর নিখাদ সৌন্দর্য যেকোনো আসরকে আরও উষ্ণ করে তোলে। আজ এ তারকার জন্মদিন। এই দিনে দেখা নেওয়া যাক উর্বশীর কিছু ছবি, জেনে নিই তাঁর সম্পর্কে কিছু তথ্য—