মাত্র একটি সিনেমা করেই কীভাবে মেট গালায় হাজির হতে পারে নিতাংশী গোয়েল? ইনস্টাগ্রাম থেকে
মাত্র একটি সিনেমা করেই কীভাবে মেট গালায় হাজির হতে পারে নিতাংশী গোয়েল? ইনস্টাগ্রাম থেকে

না গিয়েও মেট গালায় নববধূর সাজে ফুলকুমারী, কিন্তু কীভাবে?

‘লাপাতা লেডিস’ দিয়ে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছেন পরিচালক কিরণ রাও। আমির খানের প্রযোজনায় ছবিতে অভিনয় করেছেন নিতাংশী গোয়েল, যার চরিত্রের নাম ফুলকুমারী। অভিনয়ের জাদু দেখিয়ে রাতারাতি প্রিয় তারকা হয়ে উঠেছে ১৬ বছরের ছোট্ট এই মেয়ে।

তবে মজার কথা হচ্ছে, নিউইয়র্কে মেট গালায় ‘ফুল’-এর একটি ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ছবিতে দেখা যাচ্ছে, ‘লাপাতা লেডিস’-এর এই অভিনেত্রী মেরুন রঙের শাড়ি আর শালে জড়িয়ে রেখেছে নিজেকে। হাতে লাল চুড়ি। কপালে ছোট টিপ। চোখে–মুখে উচ্ছ্বাস। মেট গালায় নববধূর সাজে ফুলকুমারী। কিন্তু কীভাবে?

মাত্র একটি সিনেমা করেই কীভাবে মেট গালায় হাজির হতে পারে নিতাংশী গোয়েল? ছবিটি দেখে চোখ কপালে তুলেছেন নেটিজেনরা। বিষয়টি এবার খুলেই বলা যাক। নীতাংশী গোয়েলকে তার প্রোডাকশন এতটাই ভালোবাসে যে অভিনেত্রীকে মেট গালা লুকে হাজির করেছে তারা।

‘লাপাতা লেডিস’ সিনেমায় ‘ফুল’ চরিত্রে অভিনয় করে প্রশংসায় ভাসছেন কিশোরী অভিনেত্রী নিতানশি গোয়েল। ইনস্টাগ্রাম থেকে

ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, আমির খানের প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পোস্ট করা হয় ছবিটি। অভিনেত্রীর ছবি মেট গালার পটভূমিতে তৈরি করেছে তারা।
‘ফুল’ মেট গালায় যায়নি। কিন্তু নিজেদের অভিনেত্রীকে ‘মেট গালা’র মঞ্চে দেখতে চেয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান। সে কারণেই ছবিটি বানিয়েছে তারা। এক্স অ্যাকাউন্টে ফুলের ছবি পোস্ট করা হয়েছে।

ক্যাপশনে লেখা, ‘যথাসময়ে বাগানে ফুটেছে আমাদের “ফুল”।’ প্রযুক্তির সাহায্যে ছবিটি তৈরি করে ‘ফুল’কে মেট গালার লালগালিচায় হাজির করা হয়েছে। সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছে নিতাংশী।

সিনেমার মতোই ঝলমলে ‘মেট গালা’র কল্পিত আসরেও সরল নারীর বেশে হাজির হয়ে তাক লাগিয়েছে এই অভিনেত্রী। ছবিটি পোস্ট করার সঙ্গে সঙ্গে প্রশংসায় ভাসছে সে।
২০০৭ সালে উত্তর প্রদেশের নয়ড়ায় জন্মগ্রহণ করে নীতাংশী গোয়েল। তার ইনস্টাগ্রাম অনুসারীসংখ্যা ১ কোটি ২০ লাখ।