পাঁচ বছর পূর্ণ করে যে সিদ্ধান্তের কথা জানালেন ‘সীতা রমম’–এর অভিনেত্রী

এই সময়ের অন্যতম প্রতিশ্রুতিশীল অভিনেত্রী মনে করা হয় তাঁকে। বিভিন্ন ঘরানার সিনেমায়, বিভিন্ন ধরনের চরিত্রে নিজেকে প্রমাণ করেছেন এই অভিনেত্রী। তিনি আর কেউ নন, ম্রুণাল ঠাকুর। সম্প্রতি চলচ্চিত্রে অভিনয়ের পাঁচ বছর পূর্ণ করেছেন। এ উপলক্ষে জানিয়েছেন, ক্যারিয়ার নিয়ে নতুন সিদ্ধান্তের কথা। মিড ডে অবলম্বনে সেটাই জেনে নেওয়া যাক ছবিতে ছবিতে।
ছোট পর্দা ছেড়ে বড় পর্দায় ম্রুণাল ঠাকুরের যাত্রাটা শুরু হয় ২০১৮ সালে, তাবরেজ নুরানির ‘লাভ সোনিয়া’ দিয়ে। ফেসবুক থেকে
 ছোট পর্দা ছেড়ে বড় পর্দায় ম্রুণাল ঠাকুরের যাত্রাটা শুরু হয় ২০১৮ সালে, তাবরেজ নুরানির ‘লাভ সোনিয়া’ দিয়ে। ফেসবুক থেকে
এরপর গত কয়েক বছরে ‘সুপার ৩০’, ‘বাতলা হাউস’-এর মতো হিন্দি সিনেমা করেছেন। ফেসবুক থেকে
তবে ম্রুণাল ব্যাপক পরিচিতি পান গত বছর, তেলেগু সিনেমা ‘সীতা রমম’ দিয়ে। সিনেমাটি ব্যাপক ব্যবসায়িক সাফল্য পায়, রাতারাতি ভারতজুড়ে পরিচিতি পান তিনি। ফেসবুক থেকে
‘সীতা রমম’-এর পর দক্ষিণি সিনেমায় বেশ গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে ম্রুণালের। এর মধ্যেই দুটি তেলেগু সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন, হাতে আছে তিনটি হিন্দি সিনেমাও। ফেসবুক থেকে
ক্যারিয়ারের পাঁচ বছর পূর্তি উপলক্ষে মিড ডেতে দেওয়া এক সাক্ষাৎকারে ম্রুণাল ঠাকুর জানিয়েছেন, সামনের দিনগুলোতে তিনি আরও পরীক্ষা-নিরীক্ষা করতে চান। ফেসবুক থেকে
ম্রুণাল বলেন, ‘অনেক কিছুই করা বাকি আছে। আমি নিজেকে বিভিন্ন ধরনের চরিত্রে পরীক্ষা করে দেখতে চাই। অভিনয়শিল্পী হিসেবে আপনার কাজই হলো নিজেকে চ্যালেঞ্জের মুখে ফেলা।’ ফেসবুক থেকে
হিন্দির পাশাপাশি বিভিন্ন ভাষার সিনেমায় অভিনয় করছেন ম্রুণাল। এটাও তাঁর জন্য বড় সুযোগ বলে মনে করেন তিনি, ‘আমি ওয়েব সিরিজ, বাণিজ্যিক থেকে শৈল্পিক ঘরানার সিনেমায় অভিনয় করছি। এখন পর্যন্ত তিনটি ভাষার সিনেমায় কাজ করা হয়ে গেছে। এটা আমাকে অনেক সমৃদ্ধ করছে। বিভিন্ন ধরনের কাজ নিয়ে এই প্রচণ্ড ক্ষুধা আমাকে আজকের অবস্থানে নিয়ে এসেছে।’ ফেসবুক থেকে