সানাই বাজবে জয়সালমিরের সূর্যগড় প্রাসাদে

কিয়ারা ও সিদ্ধার্থ
কিয়ারা ও সিদ্ধার্থ

অবশেষে আজ আসতে চলেছে সিদ্ধার্থ আর কিয়ারার জীবনের সবচেয়ে কাঙ্ক্ষিত দিনটি। আজই সাত পাকে বাঁধা পড়বেন বলিউডের এই আদুরে জুটি—এমনটাই খবর বিটাউনে। তবে এখন পর্যন্ত তাঁরা আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি। তাতে কী হয়েছে? রাজস্থানের মরু শহর জয়সালমিরে ইতিমধ্যে পৌঁছে গেছে গণমাধ্যম। পাপারাজ্জিদের ক্যামেরা তাক করে আছে জয়সালমিরের বিলাসবহুল সূর্যগড় প্রাসাদের দিকে। এখানেই আজ সানাই বাজবে, সিড ও কিয়ারা বিবাহবন্ধনে আবদ্ধ হবেন।

সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি

মরু শহর জয়সালমির যেন কনের সাজে সেজে উঠেছে। গোটা শহর সিড-কিয়ারার বিয়ের খুশিতে শামিল হয়েছে। কয়েক মাস ধরে তাঁদের বিয়ে নিয়ে সরগরম বলিপাড়া। হাজার চেষ্টা করেও নিজেদের সম্পর্কের কথা গোপন রাখতে পারেননি তাঁরা। এমনকি বিয়ের দিনক্ষণ, ঠিকানা—সবকিছুই গণমাধ্যম ফাঁস করে দিয়েছে। সূর্যগড় প্রাসাদের অন্দরের কিছু কথাও এখন প্রকাশ্যে। জানা গেছে, কনের সাজের জন্য কিয়ারা বেছে নিয়েছেন মনীশের ডিজাইন করা পোশাক। শোনা যাচ্ছে, লেহেঙ্গায় উজ্জ্বল হয়ে উঠবেন কিয়ারা। আর প্রখ্যাত প্রসাধনশিল্পী লেখা গুপ্তার ছোঁয়ায় কিয়ারা যে আরও সুন্দর হয়ে উঠবেন, তা বলার অপেক্ষা রাখে না।

সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি

ছেলের বিয়ের আগে উৎসবমুখর পরিবেশ মালহোত্রা পরিবারে। সিডের মা রিমা ও ভাই হর্ষদ মালহোত্রা জানিয়েছেন, কিয়ারাকে স্বাগত জানানোর জন্য তাঁরা অধীর অপেক্ষায়। সিদ্ধার্থ ও কিয়ারার বিয়েতে অতিথি সংখ্যা সাকল্যে প্রায় ১২৫। এই হবু তারকা দম্পতি চেয়েছেন, তাঁদের পাশাপাশি নিমন্ত্রিত ব্যক্তিরা যেন ভিন্ন এক অভিজ্ঞতার স্বাদ পান। তাই তাঁরা অতিথিদের জন্য বিশেষ আপ্যায়নের ব্যবস্থা রেখেছেন। রাজস্থানের একঝাঁক লোকশিল্পী অতিথিদের নেচেগেয়ে সূর্যগড় প্রাসাদে স্বাগত জানাচ্ছেন।

অতিথিদের জন্য এই প্রাসাদেরই বিলাসবহুল ঘরে থাকার বন্দোবস্ত করেছেন সিড-কিয়ারা। একেকটি ঘরের প্রতিদিনের ভাড়া প্রায় দুই লাখ রুপি বলে জানা গেছে। এই প্রাসাদেই অতিথিদের জন্য পসরা সাজিয়ে বসেছেন হস্তশিল্পী ও পোশাকশিল্পীরা।

তাই অতিথিরা এই পসরা থেকে কেনাকাটা করতে পারবেন চুড়ি, ওড়না, শাড়ি, হাতের তৈরি কাঠের সামগ্রীসহ রংবাহারি জিনিস। সিদ্ধার্থ-কিয়ারার বিয়েতে রাজকীয় বাহারি পদ রাখা হচ্ছে। রাজস্থানের রাজঘরানার খাবার থেকে কোরিয়ান, চায়নিজ, থাই, ইতালিয়ানসহ বিদেশি জিবে জল আনা পদ থাকবে তাঁদের বিয়ের মেনুতে। ১২ ফেব্রুয়ারি মুম্বাইয়ে সিদ্ধার্থ ও কিয়ারার বিবাহোত্তর সংবর্ধনা হবে। আয়োজনটিতে তামাম বলিউডকে দেখা যাবে।