৬০ বছর বয়সে সুন্দরী প্রতিযোগিতায় বিজয়ী এই মডেল

বয়সকে তুড়ি মেরে ‘মিস ইউনিভার্স বুয়েনস এইরেস’ বিজয়ী হয়ে ইতিহাসে নাম লেখালেন আর্জেন্টিনার বাসিন্দা আলেজান্দ্রা মারিসা রদ্রিগেজ। ৬০ বছর বয়সে মুকুট জিতে আলোচনার ঝড় তুলেছেন তিনি।
২৪ এপ্রিল ‘মিস ইউনিভার্স বুয়েনস এইরেস’ হিসেবে বিজয়ী হয়েছেন তিনি। আগামী মে মাসে ‘মিস ইউনিভার্স আর্জেন্টিনা’–তে অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন তিনি। এতে বিজয়ী হলে সেপ্টেম্বরে মেক্সিকোতে অনুষ্ঠেয় মিস ইউনিভার্সের মূল মঞ্চে আর্জেন্টিনার প্রতিনিধিত্ব করবেন তিনি
 ছবি: ইনস্টাগ্রাম থেকে
এত দিন ১৮ থেকে ২৮ বছরের নারীরা মিস ইউনিভার্সে অংশ নিতে পারতেন। বয়সের সীমা তুলে দেওয়ার পর সুযোগ পেয়েই বাজিমাত করলেন আলেজান্দ্রা মারিসা রদ্রিগেজ
৩৪ জন প্রতিযোগীকে পেছনে ফেলে মুকুট পেয়েছেন তিনি
তিনি পেশায় একজন আইনজীবী ও সাংবাদিক
সাংবাদিকদের তিনি জানান, বয়সকে জয় করতে স্বাস্থ্যকর জীবনযাপন, শরীরচর্চা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে