গতকাল ১ আগস্ট ছিল বলিউড অভিনেত্রী তাপসী পান্নুর জন্মদিন। এদিন ৩৭-এ পা দিয়েছেন তিনি। জন্মদিন উপলক্ষে এক ফেসবুক পোস্টে নিজের অনুভূতির কথা তুলেছেন তিনি। ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক বিস্তারিত।
বিনোদন ডেস্ক
প্যারিসে স্বামী ম্যাথিয়াস বোয়ের সঙ্গে জন্মদিন কাটিয়েছেন তাপসী। ইনস্টাগ্রামে ভাগ করে নিয়েছেন বেশ কয়েকটি ছবি। ইনস্টাগ্রাম থেকে
মধ্যরাতে তাঁর জন্য গোলাপ ও কেক এনেছিলেন তাঁর স্বামী ম্যাথিয়াস বো এবং বোন শাগুন পান্নু। ইনস্টাগ্রাম থেকে
বিজ্ঞাপন
এদিন তাঁকে শার্টের সঙ্গে শাড়ি পরে প্যারিসের রাস্তা দাপিয়ে বেড়াতে দেখা যায়। বিভিন্ন মজার পোজে ছবি তোলেন। বাদ দেননি নিজের পছন্দের কফি খেতেও। ইনস্টাগ্রাম থেকে
বিজ্ঞাপন
ছবিগুলো পোস্ট করে তাপসী লেখেন, ‘আজ সেই দিনটি, যেদিন আমি নিজেকে মনে করাই যে স্পোর্টস আমাকে জীবনের কোন শিক্ষা দিয়েছে। হার যতই কষ্টদায়ক হোক না কেন, নিজেকে একত্র করে আবার উঠে দাঁড়াও। পরদিন আবার নিজেকে প্রমাণ করো। কারণ, হারলে তুমি ফেল করো না। বরং হাল ছেড়ে দিলেই মানুষ হেরে যায়।’ ইনস্টাগ্রাম থেকেআগামী ৯ আগস্ট নেটফ্লিক্সে মুক্তি পাবে তাপসী অভিনীত নতুন সিনেমা ‘ফির আয়ি হাসিন দিলরুবা’। সিনেমাটিতে ‘রানি’ চরিত্রে দেখা যাবে তাঁকে। এটি ২০২১ সালে মুক্তি পাওয়া ‘হাসিন দিলরুবা’র সিকুয়েল। ইনস্টাগ্রাম থেকে