‘দ্য আর্চিজ’ অভিনেত্রী খুশিকে কতটা জানেন

নির্মাতা জোয়া আখতারের ‘দ্য আর্চিজ’ সিনেমা দিয়ে খুশি কাপুরের বলিউডে অভিষেক হয়েছে। গত ২২ নভেম্বর সিনেমাটি নেটফ্লিক্সে মুক্তির পর প্রশংসা কুড়াচ্ছেন খুশি। ইনস্টাগ্রাম থেকে নেওয়া ছবিতে তাঁকে নিয়ে থাকল আরও তথ্য।
প্রয়াত বলিউড অভিনেত্রী শ্রীদেবী ও প্রযোজক বনি কাপুরের ছোট মেয়ে খুশি। মা ও বড় বোন জাহ্নবীর পথ ধরে বলিউডে পথচলা শুরু করলেন তিনি
ছবি: খুশির ইনস্টাগ্রাম থেকে
সিনেমাটি মুক্তির পর খুশিকে নিয়ে দর্শকের আগ্রহ বেড়েছে। সম্প্রতি আইএমডিবির তালিকায় সবচেয়ে জনপ্রিয় তারকাদের মধ্যে জায়গা করে নিয়েছেন খুশি। তালিকার চতুর্থ অবস্থানে রয়েছেন খুশি। তালিকার শীর্ষে রয়েছেন ‘অ্যানিমেল’–এর অভিনেত্রী তৃপ্তি দিমরি
‘দ্য আর্চিজ’ মুক্তির পর নির্মাতারা খুশিকে পেতে হুমড়ি খেয়ে পড়ছেন। এরই মধ্যে প্রথমবার কোনো সাময়িকীতে প্রচ্ছদ–কন্যা হিসেবে পাওয়া গেছে তাঁকে। কসমোপলিটন ইন্ডিয়া ম্যাগাজিনের প্রচ্ছদে দেখা গেছে তাঁকে
ইনস্টাগ্রামে ২৬ বছর বয়সী খুশির ফলোয়ারের সংখ্যা ১৩ লাখের বেশি
সিনেমায় অভিনয়ের আগে নিউইয়র্ক ফিল্ম একাডেমিতে পড়েছেন খুশি। এর আগে মুম্বাইয়ের ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলে পড়াশোনা করেছেন তিনি