ওয়েব সিরিজের দুনিয়ায় পা রাখলেন কাজল। সুপর্ণ ভার্মা পরিচালিত ‘দ্য ট্রায়াল: পেয়ার, কানুন, ধোঁকা’ সিরিজে এই বলিউড অভিনেত্রীকে আইনজীবী ‘নয়নিকা সেনগুপ্ত’র চরিত্রে দেখা যাবে। সিরিজটি মার্কিন ‘দ্য গুড ওয়াইফ’-এর হিন্দি রিমেক। সোমবার মুম্বাইয়ের জিও কনভেনশন সেন্টারে সিরিজটির ট্রেলার মুক্তির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাজল, অজয় দেবগন, যীশু সেনগুপ্ত, শিবা চাড্ডা, কুব্রা শেথ, সুপর্ণ ভার্মা। অনুষ্ঠানে কাজল জানান, ‘আমি দ্য গুড ওয়াইফ-এর সব কটা পর্ব দেখেছি। আমার দারুণ লেগেছিল।
পরিচালক সুপর্ণ ভার্মা ‘দ্য ট্রায়াল’-এর চিত্রনাট্য নিয়ে আমার কাছে এসেছিলেন। তাঁর এই চিত্রনাট্যে শুধু আমার চরিত্র নয়, প্রতিটি চরিত্র খুব যত্ন করে লেখা হয়েছে।’
নিজের অভিনীত চরিত্রের প্রসঙ্গে কাজল বলেন, ‘এই সিরিজে আমি নয়নিকা সেনগুপ্তর ভূমিকায় অভিনয় করেছি। চরিত্রটি বেশ জটিল আর অনেকগুলো স্তর রয়েছে। আমার মনে হয়, নারীরা এই চরিত্রের সঙ্গে নিজেদের মেলাতে পারবেন। যদিও এই পরিস্থিতির মধ্য দিয়ে আপনি যাননি, কিন্তু আপনি আজ আমার জায়গায় থাকলে হয়তো একই কাজ করতেন। আমি শিল্পী হিসেবে এই চরিত্রের প্রতি পুরোপুরি সুবিচার করার চেষ্টা করেছি। আমার বিশ্বাস যে নয়নিকা সেনগুপ্তর চরিত্র আপনাদের পছন্দ হবে। কিন্তু কোথাও কোথাও তার সিদ্ধান্ত আপনাদের মনে ঘৃণার জন্ম দেবে।’
সিরিজে কাজলের স্বামীর ভূমিকায় অভিনয় করেছেন টালিউড তারকা যীশু সেনগুপ্ত। ট্রেলারে দেখা যায়, যৌন নিপীড়নের মামলায় জড়িয়ে পড়েছেন যীশু আর তাঁর হয়ে আদালতে মামলা লড়তে নামেন কাজল। যীশুর প্রসঙ্গে কাজল একগাল হেসে বলেন, ‘যীশু সেনগুপ্তকে আমার স্বামীর চরিত্রে দেখা যাবে। যীশুর মুখটা এতটাই ভালো মানুষের মতো যে তাঁর মুখের দিকে তাকালে মনে হয়, এই মানুষ কী করে ভুল করতে পারেন? যীশু তাঁর চরিত্রটিকে খুব সুন্দর করে পর্দায় তুলে ধরেছেন।’
কাজলকে শেষবার পর্দায় দেখা গেছে ‘সেলাম ভেঙ্কি’ ছবিতে। ছবিটি পরিচালনা করেছেন দক্ষিণের পরিচালক রেবতী। ছায়াছবি আর ওয়েব সিরিজে কাজ করার অভিজ্ঞতা প্রসঙ্গে কাজল বলেন, ‘ছবি হোক বা সিরিজ, কাজ তো সব জায়গায় করতে হবে। আর শিল্পী হিসেবে সব ক্ষেত্রেই পরিশ্রম করতে হয়। তবে সিরিজে আটটা পর্ব ধরে আমাকে কাজ করতে হয়েছে। ছায়াছবির তুলনায় এটা একটু বেশি বড়। ছবি হোক বা সিরিজ, আমার কাছে চিত্রনাট্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর আমার কাছে চিত্রনাট্যই হিরো।’
ওটিটির দুনিয়ায় কাজলের আগেই অভিষেক হয়ে গেছে। তাঁকে ত্রিভঙ্গ ছবিতে দেখা গেছে। তবে এই প্রথম ওয়েব সিরিজে অভিনয় করলেন তিনি। ‘দ্য ট্রায়াল: পেয়ার, কানুন, ধোঁকা’ সিরিজটি ১৪ জুলাই থেকে হটস্টার-ডিজনিতে দেখা যাবে।