জনপ্রিয় তামিল অভিনেতা প্রদীপ কে বিজয়ন মারা গেছেন। ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দু জানিয়েছে, গতকাল চেন্নাইতে অভিনেতার বাড়িতে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।
৩৯ বছর বয়সী অভিনেতা ‘থেগিডি’, ‘মেয়াধা মান’, ‘টেড্ডি’, ‘ইরুমবু থিরাই’ ইত্যাদি সিনেমায় অভিনয়ের জন্য পরিচিত ছিলেন।
ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, প্রদীপের এক বন্ধু তাঁর মৃতদেহের খোঁজ পায় পুলিশ। দুই দিন ধরে প্রদীপের এক বন্ধু তাঁকে ক্রমাগত ফোন করেন। কিন্তু তাঁকে ফোনে পাওয়া যাচ্ছিল না। তখনই তিনি পুলিশের সঙ্গে যোগাযোগ করেন।
পরে পুলিশ এসে অভিনেতার নিথর মরদেহ উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য সরকারি হাসপাতালে পাঠানো হয়। কী কারণে মৃত্যু হয়েছে, সেই কারণ অবশ্য এখনো জানা যায়নি।
বিভিন্ন সূত্রে জানা গেছে, প্রদীপের কয়েক দিন ধরেই শ্বাসকষ্টের সমস্যা হচ্ছিল। মনে করা হচ্ছে, মাথায় আঘাত লাগার পর হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে অভিনেতার।
তামিল অভিনেতা প্রদীপ বিজয়নের মৃত্যুতে শোকস্তব্ধ দক্ষিণি সিনেমা–দুনিয়া। গায়ক ও অভিনেত্রী সৌন্দর্য বালা নন্দকুমার এক্স হ্যান্ডেলে প্রদীপের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, ‘এই খবর শুনে চমকে গেলাম। ভাইয়ের মতো ভালোবাসতাম। আমাদের রোজ কথা হতো না, তবে যখন কথা হতো, সময়টা দারুণ কাটত। প্রদীপকে খুব মিস করব। তোমার আত্মার শান্তি কামনা করি।’
২০১৩ সালে অভিনয় শুরু করেন প্রদীপ। এরপর বিভিন্ন সিনেমায় পার্শ্বচরিত্রে দেখা গেছে তাঁকে।