বলিউডের বাতাসে ভেসে বেড়াচ্ছে খুশির খবর। পরিস্থিতি এমন, গুঞ্জনটাকেই সত্যি বলে ভেবে নিচ্ছেন অনেকে। মাত্র কয়েক দিন আগেই অন্তঃসত্ত্বার খবর দিলেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। তড়িঘড়ি করে খুশির সংবাদ দিতে হয় দীপিকা-রণবীর সিং দম্পতিকে। এ ছাড়া কোনো উপায়ই ছিল না! নেটপাড়া থেকে সংবাদমাধ্যম—সবখানেই তাঁদের নিয়ে চলছিল ‘গুঞ্জনের মহোৎসব’। এমনকি এই শরীরে আম্বানীদের বিয়ের মঞ্চে নেচেছেনও মস্তানি সাহেবা। তবে এবার দীপিকার খবর নয়, বলিপাড়ায় উঠেছে নতুন গুঞ্জন। বলিউডের আরেক অভিনেত্রী পরিণীতি চোপড়াও নাকি এবার মা হতে চলেছেন!
গেল বছরের সেপ্টেম্বরে আপ নেতা রাঘব চাড্ডার সঙ্গে এলাহি আয়োজনে গাঁটছড়া বাঁধেন পরিণীতি চোপড়া। বিয়ের পাঁচ মাস পেরোতেই নাকি অন্তঃসত্ত্বা অভিনেত্রী! ঘটনার সূত্রপাত একটি ভিডিওকে ঘিরে। সম্প্রতি মুম্বাই বিমানবন্দরে পরিণীতি চোপড়াকে ক্যামেরাবন্দী করে পাপারাজ্জিরা।
সেই ভিডিও দ্রুতই ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ঢিলেঢালা কালো রঙের একটি ম্যাক্সি পোশাকে দেখা গিয়েছিল নায়িকাকে। তাঁর ওপরে জ্যাকেট, চোখে রোদচশমা। এ সময় ক্যামেরাকে যেন এড়িয়ে যেতে চাইছিলেন অভিনেত্রী। নায়িকার পোশাক আর তড়িঘড়ি করে যাওয়ার দৃশ্য দেখে ভক্তরা ভেবেই নিয়েছেন—মা হতে চলেছেন নায়িকা।
শুধু তা-ই নয়, বিমানবন্দরে ধারণকৃত পরিণীতির আরও কিছু ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। সাদা রঙের ঢিলেঢালা শার্ট, শর্টস, স্নিকার আর ডিজাইনার ব্যাগে দেখা গেছে অভিনেত্রীকে। তবে ছবিগুলো দেখে ভক্তরা ভেবেই বসেছেন, নায়িকা অন্তঃসত্ত্বা। অবশ্য গুঞ্জন নিয়ে এখনো মুখ খোলেননি পরিণীতি চোপড়া।
দিল্লিতে পরিণীতির শ্বশুরবাড়ি, আর মুম্বাইয়ে কর্মস্থল। দুটিই একহাতে সামলাচ্ছেন পরিণীতি। সে কারণে প্রায়ই বিমানবন্দরে দেখা যায় অভিনেত্রীকে। সম্প্রতি নিজের গানের ক্যারিয়ারও শুরু করেছেন তিনি। মুম্বাইতে কনসার্টও করেছেন নায়িকা থেকে গায়িকা বনে যাওয়া পরিণীতি চোপড়া। সামনে পরিণীতিকে দেখা যাবে বায়োপিক সিনেমা ‘অমর সিং চমকিলা’তে।