‘কিসি কা ভাই কিসি কী জান’ ছবিতে সালমান খান
‘কিসি কা ভাই কিসি কী জান’ ছবিতে সালমান খান

বাংলাদেশে কত আয় করল সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’

মুক্তির প্রথম দিনেই বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুখ থুবড়ে পড়ল সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’। প্রায় ২০০ কোটি টাকা বাজেটে ফরহাদ সামজির এই ছবি চলতি বছর এপ্রিল মাসে ভারতে মুক্তি পায়। সেখানকার প্রেক্ষাগৃহে খুব একটা সুবিধা করতে পারেনি। ২৫ আগস্ট মাল্টিপ্লেক্সসহ বাংলাদেশে ৪২টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছবিটি।

ছবিটি নিয়ে বাংলাদেশের আমদানিকারকেরা যে ধরনের প্রত্যাশা করেছিলেন, মুক্তির প্রথম দিনেই তা হতাশ করেছে। প্রথম দিনই সিনেমাটি থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন দর্শক। ৪২টি হল থেকে প্রথম দিন আয় হয়েছে (নেট) দুই লাখ টাকা। ভারতের বক্স অফিসের বরাত দিয়ে বলিউড হাঙ্গামাও প্রথম দিনের এই আয়ের খবর দিয়েছে।
মুক্তির প্রথম দিন স্টার সিনেপ্লেক্সের ৭টি শাখায় মোট ১৮টি শো ছিল। দর্শকখরার কারণে পরদিনই ছবিটির শো কমিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে স্টার সিনেপ্লেক্সের দুই শাখায় চারটি করে শো চলছে।

‘কিসি কা ভাই কিসি কী জান’ ছবির পোস্টার

বাংলাদেশে ছবিটির মুক্তির প্রায় ছয় দিন পার হচ্ছে। জানা গেছে, সব মিলে প্রেক্ষাগৃহ থেকে ৮-১০ লাখ টাকা আয় এসেছে আমদানিকারকদের হাতে।

প্রেক্ষাগৃহে দর্শকের এমন চিত্র দেখে বাংলাদেশে ছবির আমদানিকারক প্রতিষ্ঠান এন ইউ আহম্মদ ট্রেডার্সের কর্ণধার কামাল মোহাম্মদ কিবরিয়া হতাশ। বলেন, ‘৪২টি হল থেকে প্রথম দিন মাত্র দুই লাখ টাকা এসেছে। এরপর গত ছয় দিনে যে আয় হয়েছে, তা বলার মতো নয়। ছবিটির আমদানিসহ আরও যে আনুষঙ্গিক খরচ হয়েছে, তাতে বড় রকমের লোকসান গুনতে হচ্ছে। সালমান খানের ছবির যে এই অবস্থা হবে, জানা ছিল না। তবে ভারতে মুক্তির পর দেরিতে বাংলাদেশে মুক্তি দেওয়া যাবে না। সিদ্ধান্ত নিয়েছি, একই সঙ্গে বাংলাদেশে মুক্তি দিতে না পারা গেলে আর ছবি আমদানি করব না।’
এই আমদানিকারকের কথা, ‘শুধু স্টার সিনেপ্লেক্সে শো কমেছে। কিন্তু ৪২টি হলেই চলছে। তবে সেভাবে দর্শক নাই। শুনেছি কোনো কোনো সিঙ্গেল হলে মাত্র দু-তিন হাজার টাকারও টিকিট বিক্রি হয়েছে।’

আমদানির বিপরীতে কলকাতার এসএসআর সিনেমাস প্রাইভেট লিমিটেডের কাছে রপ্তানি করা হয়েছে ‘কসাই’ ছবিটি। প্রতিষ্ঠানটির পরিচালক সতদ্বীপ সাহাও হোয়াটসঅ্যাপে বুধবার দুপুরে প্রথম আলোর কাছে একই কথা বলেন, ‘বাংলাদেশের হলে ছবিটির অবস্থা খুবই খারাপ।

‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবিতে সালমান খানের বিপরীতে অভিনয় করেছেন পূজা হেগড়ে

স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ ব্যবস্থাপক মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, ‘আমরা ছবিটি নিয়ে অনেক প্রত্যাশা করেছিলাম। কারণ, সালমান খানের ছবি বলে একটা কথা। কিন্তু ছবিটি দর্শক গ্রহণ করলেন না। হল ফাঁকা যাচ্ছে। আমরা ৭টি শাখায় ১৮টি শো দিয়েছিলাম। কিন্তু হতাশ হয়ে পরদিন থেকে শো কমিয়ে দিয়েছি। কিছু করার নেই।’
সালমান খানের নিজের প্রযোজনা প্রতিষ্ঠান খান ফিল্মসের ছবি এটি। এর আন্তর্জাতিক পরিবেশনায় আছে মুম্বাইয়ের জি স্টুডিওস।
‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবিতে সালমান খানের বিপরীতে অভিনয় করেছেন পূজা হেগড়ে।