এ ছবি পোস্ট করেন সালমান
এ ছবি পোস্ট করেন সালমান

‘শুভ জন্মদিন আমার টাইগার’, বাবার জন্মদিনে সালমান

এ প্রজন্ম সেলিম খানকে সালমান খানের বাবা হিসেবেই বেশি চেনে। কিন্তু বলিউডের ইতিহাসে তিনি প্রতিষ্ঠিত চিত্রনাট্যকার। জাভেদ আখতারের সঙ্গে তাঁর বহু যুগ্ম চিত্রনাট্য থেকে বক্স অফিস তোলপাড় করা সিনেমা নির্মিত হয়েছে। বিশেষত তাঁদের সিনেমায় দেওয়া ‘‌অ্যাংরি ইয়াং ম্যান’ থিমটি দারুণ কাজ করেছিল। অমিতাভ বচ্চন, ধর্মেন্দ্র থেকে অন্যান্য অভিনেতার ইমেজ বদলে গিয়েছিল তাঁর স্ক্রিপ্টে অভিনয় করে। সত্তরের পুরো দশকে সেলিম-জাভেদ একটা ব্র্যান্ড হয়ে উঠেছিল। ‘আন্দাজ’, ‘সীতা আওর গীতা’, ‘জঞ্জির’, ‘ইয়াদো কি বরাত’, ‘দিওয়ার’, ‘ত্রিশূল’, ‘ডন’–এর মতো সিনেমা এসেছিল সেলিম-জাভেদের হাত ধরে। গতকাল শুক্রবার ৮৯ বছরে পা দিলেন সেলিম খান।

প্রতিবছরের মতো তাঁর জন্মদিন উপলক্ষে বাড়িতে যেন চাঁদের হাট বসেছিল। ছেলেমেয়েসহ নাতি–নাতনি সবাই উপস্থিত ছিলেন। ঘরোয়া আড্ডা ও আনন্দে জমে উঠেছিল এই বর্ষীয়ান চিত্রনাট্যকারের জন্মদিন।

সেলিম খানের মেয়ে অর্পিতা খান এদিন একটা ছবি শেয়ার করেন সেলিম খানের জন্মদিনের। সেখানে তাঁদের গোটা পরিবারকে এক ফ্রেমে দেখা যায়। অর্পিতার পোস্ট করা ছবিতে ছিলেন সেলিম খানের প্রথম স্ত্রী সালমা খান, দ্বিতীয় স্ত্রী হেলেন, সোহেল খান ও তাঁর ছেলে নির্বাণ, আরবাজ খান ও তাঁর ছেলে আরহান, সালমান খান, আলভিরা, অর্পিতা, অতুল অগ্নিহোত্রী, আয়ুশ শর্মা প্রমুখ। এমনকি অর্পিতা আয়ুশের দুই ছেলে আহিল ও আয়াতও ছিলেন ছবিতে। অর্পিতা খান এই ছবি পোস্ট করে লেখেন, ‘শুভ ৮৯তম জন্মদিন বাবা।’

সোহেল খান বাবার জন্মদিনে এ ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন

একা অর্পিতা নন, সোহেল খানও তাঁদের বাবার জন্মদিনের একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। তবে পোস্ট করা ছবিতে তাঁর দুই ছেলে নির্বাণ ও ইয়োহানকে দেখা যাচ্ছে। সঙ্গে আছেন আরহান ও সেলিম খান। তিনি এ ছবিগুলো পোস্ট করে লেখেন, ‘শুভ জন্মদিন। তোমার জন্যই আমরা আছি।’

সালমান খানও শুক্রবার সকালে একটি ছবি পোস্ট করে বাবাকে জন্মদিনের শুভেচ্ছা জানান। তিনি তাঁর এবং সেলিম খানের একটি ছবি পোস্ট করে লেখেন, ‘শুভ জন্মদিন আমার টাইগার।’

জাভেদ আখতার ও সেলিম খান

সেলিম খান এখন সে অর্থে চিত্রনাট্য নিয়ে কাজ করেন না। বলা চলে অবসর ও সেবামূলক কাজ করে দিন কাটে তাঁর।

এ নিয়ে এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘‌কারও কাছে চিত্রনাট্য নিয়ে গেলে তারা ভাববে আমার কাছে এত ভালো স্ক্রিপ্ট থাকতে আমি আমার ছেলেকে নিয়ে কেন সে চিত্রনাট্যে সিনেমা নির্মাণ করছি না।’ গল্প, সংলাপ ও চিত্রনাট্যের জন্য তিনবার ফিল্মফেয়ার পেয়েছেন (১৯৭৩, ১৯৭৫ ও ১৯৮২ সালে)। ২০১৪ সালে তাকে পদ্মশ্রীতে ভূষিত করা হলেও নিজেকে পদ্মভূষণের যোগ্য দাবি করে পদ্মশ্রী প্রত্যাখ্যান করেন সেলিম আবদুল রশীদ খান।