প্রখ্যাত দক্ষিণি নির্মাতা এস কে ভগবানের মৃত্যু

এস কে ভগবান
এস কে ভগবান

কন্নড় সিনেমার প্রখ্যাত নির্মাতা এস কে ভগবান মারা গেছেন। আজ সোমবার সকালে বেঙ্গালুরুতে ৮৯ বছর বয়সী পরিচালকের মৃত্যু হয়। বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন তিনি। কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোমাই টুইটে পরিচালকের মৃত্যুর খবর নিশ্চিত করেন।

১৯৩৩ সালের ৫ জুলাই জন্ম নেওয়া এস কে ভগবান অল্প বয়স থেকেই থিয়েটারচর্চা শুরু করেন। ১৯৫৬ সালে সহকারী পরিচালক হিসেবে সিনেমায় কাজ করা শুরু করেন। আরেক নির্মাতা দোরাইয়ের সঙ্গে জুটি বেঁধে সিনেমা নির্মাণ করতেন তিনি। একসঙ্গে তাঁরা ২৭টি সিনেমা পরিচালনা করেছেন। বেশির ভাগ সিনেমাই বক্স অফিসে হিট হয়েছিল। তাঁদের অনেক ছবিতেই প্রধান চরিত্রে দেখা গেছে অভিনেতা রাজকুমারকে।

এস কে ভগবান

এস কে ভগবান পরিচালিত উল্লেখযোগ্য সিনেমা হচ্ছে ‘কাস্তুরি নিভাসা’, ‘গিরি কানিয়ে’, ‘নানোবা কাল্লা’, ‘ওদাহুত্তিদাভারু’, ‘জীবন চৈত্র’, ‘ইয়ারিভানু’, ‘বেঙ্কিয়া বালে’, ‘হোসাবেলাকু’, ‘মুনিয়া মাদারি’। ১৯৬০ থেকে ১৯‍৯০ পর্যন্ত টানা তিন দশক একের পর এক হিট ছবি উপহার দিয়েছে ভগবান ও দোরাই জুটি।

২০০০ সালে দোরাই রাজ মারা যাওয়ার পর পরিচালনা থেকে দীর্ঘদিন বিরতি নিয়েছিলেন এস কে ভগবান। ২০১৯ সালে ৮৫ বছর বয়সে তাঁর পরিচালিত ৫০তম চলচ্চিত্র ‘আদুভা গোম্বে’ দিয়ে পরিচালনায় ফেরেন। এটিই হয়ে রইল তাঁর পরিচালিত শেষ সিনেমা। ছবিটিতে অভিনয় করেছেন অনন্ত নাগ ও সঞ্চারী বিজয়।

দুই ছেলে ও এক মেয়েকে রেখে গেছেন ভগবান। প্রখ্যাত এই নির্মাতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দক্ষিণি তারকারা।