গত ২৩ জুন বিয়ে করেন সোনাক্ষী সিনহা ও জহির ইকবাল। বিয়ের পর প্রথমবার র্যাম্পে হাঁটলেন অভিনেত্রী। এদিন কথা বলেছেন বিয়ে নিয়েও। এএনআই অবলম্বনে বিস্তারিত জেনে নেওয়া যাক ছবিতে ছবিতে।
বিনোদন ডেস্ক
গত শনিবার দিল্লিতে ইন্ডিয়া কটুর উইকে ডিজাইনার ডলি জের শো স্টপার হয়েছিলেন অভিনেত্রী সোনাক্ষী সিনহা। অভিনেতা জহির ইকবালের সঙ্গে বিয়ের পর এটাই ছিল তাঁর প্রথম র্যাম্পে হাঁটা। এএনআই
বিজ্ঞাপন
র্যাম্পে হাঁটার সময় সোনাক্ষীর পরনে ছিল হাই স্লিট, চকচকে ব্লাশ গোলাপি গাউন। এখানেই শেষ নয়, র্যাম্পে ‘লাভফুল’ গানটিতে নেচে সোনাক্ষী অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের মুগ্ধ করেন। এএনআই
বিজ্ঞাপন
অনুষ্ঠান শেষ হওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সোনাক্ষী সিনহা। তিনি বলেন, ‘সত্যি বলতে কি, আমার বিয়ে উপভোগ করার স্বাধীনতা ছিল। কোথাও কখনো দমবন্ধকর অবস্থা হয়নি। কোনো চাপও অনুভব করিনি।’ এএনআইসোনাক্ষী জানান, বিয়ের পোশাক বাছাই করতে পাঁচ মিনিট সময় লেগেছিল। তিনি মায়ের শাড়ি ও গয়না পরতে চেয়েছিলেন, সেটাই করেছেন। ইনস্টাগ্রাম থেকে