গোবিন্দ
গোবিন্দ

রাজনৈতিক প্রচারে বেরিয়ে আবারও অসুস্থ গোবিন্দ

বলিউডের একসময়ের জনপ্রিয় অভিনেতা গোবিন্দ। তাঁর নাচের মুদ্রাগুলো এখনো ভক্তদের হৃদয়ে গেঁথে আছে, গোবিন্দর নাচের আলাদা ধরন আর অভিনয়ই তাঁকে নিয়ে গিয়েছিল জনপ্রিয়তার শীর্ষে। তবে আজকাল একদম ভালো নেই গুণী এই অভিনেতা। অসুস্থতার কারণে দীপাবলির উৎসবে যোগ দিতে পারেননি। এরপর কাজে ফিরেছেন, বেরিয়েছেন ভোটের প্রচারেও। কিন্তু আবারও নতুন করে অসুস্থ অভিনেতা।
ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, গত শনিবার রাজনৈতিক প্রচারে বেরিয়েছিলেন গোবিন্দ। হঠাৎই বুকে ব্যথা অনুভব করেন। সঙ্গে সঙ্গেই প্রচার ফেলে চলে যান বাড়িতে। সময়টা ভালো যাচ্ছে না বলিউড অভিনেতা গোবিন্দর। সেদিন মহারাষ্ট্রের জলগাঁওয়ে শিবসেনা-বিজেপি-এনসিপি জোটের হয়ে ভোটের প্রচারে যোগ দেন তিনি। চলতি বছর শিবসেনায় যোগ দিয়েছেন অভিনেতা। শনিবার মিছিলের মাঝপথে হঠাৎই বুকে অস্বস্তি শুরু হয় তাঁর। শুরু হয় ব্যথা। কোনো ঝুঁকি না নিয়ে তখনই বাড়িতে ফেরত যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি।

গোবিন্দ। এএফপি

পরিবার বলছে, তখনই চিকিৎসার জন্য মুম্বাইয়ে যান গোবিন্দ। যদিও তিনি এখনো হাসপাতালে কি না, সেটি জানাননি তাঁর ঘনিষ্ঠজনেরা। গোবিন্দর আবারও অসুস্থতায় উদ্বিগ্ন ভক্তরা। গত অক্টোবরে কলকাতায় আসার কথা ছিল গোবিন্দর।

কিন্তু ভোরে বিমানবন্দরের উদ্দেশে রওনা দেওয়ার আগেই ভয়ানক এক দুর্ঘটনার কবলে পড়েন নায়ক। নিজের লাইসেন্স করা পিস্তল হাত থেকে পড়ে গুলি ছুটে যায়। গুলিতে ভয়াবহ আহত হন অভিনেতা। সোজা গিয়ে বিঁধেছিল হাঁটুর নিচে। ক্ষতস্থান গভীর হওয়ায় হতে থাকে রক্তক্ষরণ। দ্রুত হাসপাতালে যাওয়ার পর সেলাই দিতে হয় ৮ থেকে ১০টি। তিন দিন পর ছাড়া পান তিনি।

সিনেমার দৃশ্যে কাদের খানের সঙ্গে

আশির দশকের মাঝামাঝি তাঁর প্রথম ও দ্বিতীয় ছবি ‘ইলজাম’ ও ‘লাভ ৮৬’ মুক্তি পায়—দুই ছবিই হিট। আর পেছনে ফিরে তাকাতে হয়নি গোবিন্দকে। ‘রাজা বাবু’, ‘কুলি নম্বর ১’, ‘হিরো নম্বর ১’, ‘সাজন চলে সসুরাল’-এর মতো সিনেমার মাধ্যমে জনপ্রিয় হন নব্বইয়ের দশকের ব্যস্ত অভিনেতা। একসময় কংগ্রেসে যোগ দিয়েছিলেন গোবিন্দ। তবে চলতি বছরের লোকসভা নির্বাচনের আগে তিনি শিবসেনা দলে যোগ দেন।