সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ভাইরাল মাধুরী দীক্ষিতের সঙ্গে তাপস পালের ছবি। ছবিতে তাপস পাল যেখানে পাঞ্জাবি পরে রয়েছেন, সেখানে মাধুরী সামনে আঁচল দিয়ে শাড়ি পরেছেন। কিন্তু কোন উপলক্ষে তোলা হয়েছিল ছবিটি? জেনে নেওয়া যাক হিন্দুস্তান টাইমস অবলম্বনে।
অনেকেই হয়তো জানেন না, তাপস পালের সঙ্গে জুটি বেঁধে সিনেমায় অভিনয় করেছিলেন মাধুরী দীক্ষিত। ছবির নাম ছিল ‘অবোধ’। সেটাই ছিল মাধুরীর প্রথম ছবি, আর তাতেই তাঁর নায়কের ভূমিকায় অভিনয় করেছিলেন তাপস পাল।
সে সময় তাপস পাল অবশ্য বাংলা ছবির দুনিয়ায় বেশ প্রতিষ্ঠিত ও জনপ্রিয় নায়ক। তত দিনে বহু ব্লকবাস্টার বাংলা ছবি উপহার দিয়ে ফেলেছিলেন তাপস। তবে আবার ‘অবোধ’ দিয়েই বলিউডে অভিষেক হয় তাপস পালের।
‘অবোধ’ মুক্তি পেয়েছিল ১৯৮৪ সালের ১০ অগস্ট। হীরেন নাগ পরিচালিত এই ছবি রাজ্যশ্রী প্রোডাকশনের ব্যানারে তৈরি হয়। ছবিতে তাপস পালের চরিত্রের নাম ছিল ‘শংকর সিং’। অন্যদিকে মাধুরী দীক্ষিতের চরিত্রের নাম ছিল ‘গৌরী’।
এ ছাড়া ওই ছবিতে অভিনয় করেছিলেন বিনোদ শর্মা, লীলা মিশ্র, শিলা ডেভিড, রাজশ্রী নায়ার প্রমুখ। ছবিটি ব্লকবাস্টারও হয়। ‘অপরাজিতা হিয়া’ নামের একটা ফেসবুক পেজ থেকে সম্প্রতি তাপস-মাধুরীর ‘অবোধ’-এর কিছু ছবি পোস্ট করা হয়।
এই পোস্টের নিচে একাধিক মন্তব্যের বন্যা বয়ে গিয়েছে। একজন লিখেছেন, ‘এটাই মাধুরীর প্রথম সিনেমা’; উত্তর এসেছে হ্যাঁ। অনেকেই এই পোস্টের প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন।
‘অবোধ’ ছাড়াও ‘দিল হ্যায় আশিকানা’ নামের একটা হিন্দি ছবিতেও অভিনয় করেছিলেন তাপস পাল। যে ছবিতে তাপস পালের সঙ্গে ছিলেন অপর্ণা সেন, উৎপল দত্তের মতো অভিনেতারা।
২০২০ সালের ১৮ ফেব্রুয়ারি হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাপস পালের।