সঞ্চালকের সঙ্গে বাজে আচরণ, গ্রেপ্তার দক্ষিণি অভিনেতা

দক্ষিণি অভিনেতা শ্রীনাথ ভাসি
দক্ষিণি অভিনেতা শ্রীনাথ ভাসি

নতুন ছবির প্রচারে গিয়ে বিতর্কে জড়ালেন দক্ষিণি অভিনেতা শ্রীনাথ ভাসি। অনুষ্ঠানে সাক্ষাৎকার দিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার হলেন তিনি। সাক্ষাৎকার দিতে এসে সঞ্চালকের সঙ্গে বাজে আচরণ করার অভিযোগে গত সপ্তাহে তাঁর বিরুদ্ধে মামলা হয়। তারই পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার এই মালয়ালম ছবির অভিনেতাকে গ্রেপ্তার করে স্থানীয় পুলিশ।

শ্রীনাথ ভাসি অভিনীত মালয়ালম ছবি ‘চট্টম্বি’ মুক্তি পেয়েছে ২৪ সেপ্টেম্বর। সেই ছবির প্রচারণায় একটি অনলাইন পোর্টালে সাক্ষাৎকার দেন। এই সময় সঞ্চালকের একটি প্রশ্নে মেজাজ হারিয়ে ফেলেন এই অভিনেতা। তাঁর সঙ্গে অশোভন আচরণ করেন, একই সঙ্গে সাক্ষাৎকার বন্ধ করে দিয়ে ক্যামেরা বন্ধ করতে বলেন তিনি। ক্যামেরা বন্ধের পর অন্যান্য ক্রুর সঙ্গেও তিনি অশোভন ভাষায় কথা বলেন।

দক্ষিণি অভিনেতা শ্রীনাথ ভাসি

এই ঘটনায় পোর্টালটির কর্তৃপক্ষ শ্রীনাথের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করে। যদিও শ্রীনাথ নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, তাঁকে যখন প্রশ্ন করা হয়, সহশিল্পীদের রাউডিনেসের ভিত্তিতে তাঁর সহশিল্পীদের মূল্যায়ন করতে, তখন তিনি শুধু এই ধরনের প্রশ্ন করতে নিষেধ করেন।

তদন্তের জন্য অভিনেতার সাক্ষাৎকার ও পুরো ঘটনার সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ। এরপর জিজ্ঞাসাবাদের জন্য শ্রীনাথকে সোমবার থানায় আসার নির্দেশ দেওয়া হয়। অভিনেতা এক দিন সময় চাইলেও পুলিশ তাঁকে সময় দেয়নি। শেষমেশ গতকালই তিনি থানায় যান। এরপরই তাঁকে গ্রেপ্তার করা হয়।

তবে এ রকম ঘটনা এবারই প্রথম নয়, এর আগে এক রেডিও জকির (আরজে) সঙ্গেও খারাপ ব্যবহার করেছিলেন শ্রীনাথ। অভিনয়জগতে এক দশক পার করে ফেলেছেন শ্রীনাথ। তিনি অভিনয় করেছেন একাধিক সফল ছবিতে। গায়ক হিসেবেও তাঁর জনপ্রিয়তা কম নয়।