সালমান খানকে হত্যার হুমকি দেওয়া মেডিকেল শিক্ষার্থী সম্পর্কে যা জানা গেল

‘কিসি কা ভাই কিসি কী জান’ ছবিতে সালমান খান
আইএমডিবি

অনেক দিন ধরেই গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের পক্ষ থেকে বিভিন্ন মাধ্যমে বলিউড অভিনেতা সালমান খানকে হত্যার হুমকি দেওয়া হচ্ছিল। এরই পরিপ্রেক্ষিতে ভারতীয় পুলিশ ভাইজানের নিরাপত্তা বাড়িয়ে দিয়েছে। তবুও হুমকি আসা কমেনি। গত মার্চেও সালমান খানকে ই-মেইলে হত্যার হুমকি দেওয়া হয়। মুম্বাই পুলিশ এই ই–মেইল প্রেরণকারীকে শনাক্ত করেছে। খবর এনডিটিভির

গত ১৮ মার্চ সালমান খানের ব্যবস্থাপক প্রশান্ত গুঞ্জলকারের কাছে মোহিত গর্গ নামের এক ব্যক্তির অ্যাকাউন্ট থেকে একটি ই-মেইল এসেছে।

সালমান খান

ই-মেইলে লেখা আছে, ‘তোর বস মানে সালমানের সঙ্গে কথা বলতে চাই। ওকে হিসাব–নিকাশের নিষ্পত্তি করতে হলে কথা বলতে বলিস। সময় থাকতে থাকতে জানিয়ে দিলাম। মুখোমুখি কথা বলবে কি না, সেটাও জানিয়ে দিস। সময় পার হয়ে গেলে কিন্তু আর ভাবব না। পরেরবার শুধু ভয়ংকর রূপ দেখবে।’

মুম্বাই পুলিশ সূত্রে জানা যায়, ই-মেইল প্রেরণকারী ভারতীয় এক শিক্ষার্থী।

তিনি যুক্তরাজ্যে মেডিকেলে তৃতীয় বর্ষে অধ্যয়নরত। ভারতের হরিয়ানার বাসিন্দা এই যুবক পড়াশোনা শেষ করে চলতি বছরের শেষে ভারতে আসার কথা। এ ছাড়া এই যুবকের বিষয়ে আর কোনো তথ্য প্রকাশ করেনি মুম্বাই পুলিশ।

নাম প্রকাশ না করা এই যুবককে ভারতে ফিরিয়ে আনার সব আইনি প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। ইতিমধ্যে তাঁর বিরুদ্ধে মুম্বাই পুলিশ লুকআউট সার্কুলার (এলওসি) জারি করেছে। একাধিকবার হত্যার হুমকি পাওয়ায় বর্তমানে মুম্বাই পুলিশের কাছ থেকে কড়া নিরাপত্তা পাচ্ছেন সালমান। এই নিরাপত্তা নিয়ে কয়েক দিন আগেই সালমান বলেছিলেন, আশপাশে এত বন্দুকধারী যে মাঝেমধ্যে নিজেরই ভয় লাগে।