ওটিটি হোক বা বড় পর্দা—সব সময় শক্তিশালী চরিত্রে দেখা যায় রিচা চাড্ডাকে। তবে সঞ্জয় লীলা বানসালির ‘হীরামন্ডি: দ্য ডায়মন্ড বাজার’ সিরিজে তিনি এবার গ্ল্যামারাস চরিত্রে আসতে চলেছেন। সম্প্রতি রিচা এক সাক্ষাৎকারে জানিয়েছেন যে এই চরিত্রের জন্য তিনি প্রয়াত বলিউড অভিনেত্রী মীনা কুমারীর থেকে প্রেরণা নিয়েছেন।
সঞ্জয় লীলা বানসালির জাদুকরি দুনিয়ায় পা রাখা যেকোনো অভিনেত্রীর স্বপ্ন থাকে।
রিচা এর আগে বানসালির রামলীলা ছবিতে অভিনয় করেছেন। এবার তিনি ‘হীরামন্ডি’ সিরিজে ‘লাজ্জো’র ভূমিকায় আসতে চলেছেন। পাকিজা ছবিতে মীনা কুমারী ‘শাহিবজান’ চরিত্রে অভিনয় করেছিলেন।
এই চরিত্রের সঙ্গে ‘লাজ্জো’র অনেকটাই মিল আছে বলে জানিয়েছেন রিচা। আর পর্দায় ‘লাজ্জো’ হয়ে উঠতে মীনা কুমারীর সিনেমা দেখার পরামর্শ রিচাকে দিয়েছিলেন বানসালি নিজে।
রিচা এ প্রসঙ্গে বলেছেন, ‘“হীরামন্ডি”র শুটিং শুরুর আগে পাকিজা ছবিতে মীনা কুমারী অভিনীত চরিত্রটি মন দিয়ে দেখা, শেখা আর তাঁর থেকে নিজেকে সমৃদ্ধ করা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। মীনা কুমারীর চরিত্রটি পর্দায় আমাকে “লাজ্জো” হয়ে উঠতে অনেকটা সাহায্য করেছে।’
এই দুই চরিত্রের মিলের প্রসঙ্গে অভিনেত্রী বলেছেন, ‘“পাকিজা” ছবিতে মীনা কুমারীর চরিত্রে যে দুঃখ ও গভীরতা ছিল, আমার চরিত্রের সঙ্গে তার মিল আছে। আমি তাঁর কণ্ঠস্বর ও উচ্চারণ রপ্ত করার চেষ্টা করেছি। কখনো কখনো মনে হচ্ছিল যে একজন কিংবদন্তি অভিনেত্রীকে অনুসরণ করছি। “লাজ্জো” চরিত্রটির মাধ্যমে মীনা কুমারীকে শ্রদ্ধার্ঘ্য দেওয়া আমার জন্য অনেক বড় সম্মানের বিষয়।’
বানসালি পরিচালিত ‘হীরামন্ডি: দ্য ডায়মন্ড বাজার’ সিরিজটি আগামী ১ মে নেটফ্লিক্সে মুক্তি পাবে। এই সিরিজে রিচা চাড্ডা ছাড়া আছেন মনীষা কৈরালা, সোনাক্ষী সিনহা, অদিতি রাও হায়দারি, সানজিদা শেখ ও শারমিন সেহগল।