তলস্তয়ের বই পড়ে নাম রেখেছিলেন মা, সেই ছোট্ট মেয়ে এখন বলিউডের বড় তারকা

তারকা পরিবারের জন্ম, তবে অভিনেত্রী হতে কখনোই চাননি তিনি। বড় হয়ে অবশ্য অভিনয়কেই পেশা হিসেবে বেছে নেন। এখন বলিউডের অন্যতম শীর্ষ অভিনেত্রী তিনি। এই তারকা আর কেউ নন, কারিনা কাপুর খান। আজ ৪৩-এ পা দিলেন তিনি। অভিনেত্রীর জন্মদিন উপলক্ষে ভোগ ইন্ডিয়া অবলম্বনে ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক তাঁর সম্পর্কে বিস্তারিত।
১৯৮০ সালের ২১ সেপ্টেম্বর বোম্বেতে (বর্তমানে মুম্বাই) জন্ম তাঁর। বাবা রণধীর কাপুর, মা ববিতা কাপুর। তাঁর দাদা রাজ কাপুর হিন্দি সিনেমার অন্যতম অভিনেতা ও পরিচালক
১৯৮০ সালের ২১ সেপ্টেম্বর বোম্বেতে (বর্তমানে মুম্বাই) জন্ম তাঁর। বাবা রণধীর কাপুর, মা ববিতা কাপুর। তাঁর দাদা রাজ কাপুর হিন্দি সিনেমার অন্যতম অভিনেতা ও পরিচালক
ছোটবেলায় তাঁর নাম ছিল শ্রীধীমা, নামটি দিয়েছিলেন দাদা রাজ কাপুর স্বয়ং। পরে নাম বদলে হয় কারিনা। মা এই নাম দিয়েছিলেন লিও তলস্তয়ের ‘আন্না কারেনিনা’ পড়ার পর
ছোটবেলায় অভিনেত্রী হতে চাননি তিনি। ব্যবসা প্রশাসনে পড়ার পর, আইন বিষয়ে ডিগ্রি নিয়েছেন। স্বপ্ন ছিল, আইনজীবী হবেন। কিন্তু তিনি পরে ক্যারিয়ার হিসেবে বেছে নেন অভিনয়কেই
২০০০ সালে জে পি দত্তর ‘রিফিউজি’ দিয়ে শুরু। এরপর গত প্রায় দুই যুগে তাঁকে দেখা গেছে নানা ধরনের চরিত্রে। এই সময়ে তিনি অভিনয় করেছেন, ‘চামেলি’, ‘জাব উই মেট’, ‘কুরবান’, ‘উড়তা পাঞ্জাব’, ‘লাল সিং চাড্ডা’, ‘গুড নিউজ’, ‘থ্রি ইডিয়টস’, ‘বজরঙ্গি ভাইজান’, ‘বডিগার্ড’ ইত্যাদি সিনেমায়
২০১২ সালে সহ–অভিনেতা সাইফ আলি খানকে বিয়ে করেন কারিনা। তাঁদের সংসারে জন্ম হয়েছে দুই পুত্রসন্তানের—তৈমুর আলী খান ও জাহাঙ্গীর আলী খান
আজ ৪৩ বছরে পা দিলেন কারিনা। এ উপলক্ষে গতকাল রাতে কেক কেটেছেন তিনি। ভক্ত, অনুসারী থেকে শুরু করে সহকর্মীরা জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তাঁকে
জন্মদিন উপলক্ষে আজ রাতেই নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে কারিনা অভিনীত মিস্ট্রি থ্রিলার ফিল্ম ‘জানে জান’। সুজয় ঘোষ পরিচালিত সিনেমাটি দিয়েই ওটিটিতে অভিষেক হবে কারিনার
দীর্ঘ ক্যারিয়ারে যেমন বাণিজ্যিকভাবে সফল ও সমালোচক প্রশংসিত সিনেমায় অভিনয় করেছেন কারিনা; তেমনি অনেক সিনেমার প্রস্তাব ফিরিয়ে আফসোসেও পুড়েছেন অভিনেত্রী। তাঁর ফিরিয়ে দেওয়া সিনেমার মধ্যে আছে ‘কহো না...পেয়ার হ্যায়’, ‘কাল হো না হো’, ‘কুইন’ ইত্যাদি