আলী আব্বাস জাফরের ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’ ছবি ঘিরে রোজ কিছু না কিছু খবর শোনা যাচ্ছে। আগে জানা গেছে, এই অ্যাকশন-বিনোদনধর্মী ছবির নায়িকা হিসেবে যুক্ত হয়েছেন সাবেক বিশ্বসুন্দরী মানুষি ছিল্লার। নতুন খবর অনুযায়ী, এই ছবির সঙ্গে যুক্ত হয়েছেন আর এক বলিউড রূপসী। তিনি হলেন সোনাক্ষী সিনহা।
‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’ ছবিটি ১৯৯৮ সালে মুক্তি পেয়েছিল। এই হিট ছবিতে দেখা গিয়েছিল অমিতাভ বচ্চন ও গোবিন্দার জুটি। তাঁদের জুটি রীতিমতো মাতিয়ে দিয়েছিল। আলী আব্বাস জাফর আবার এই ছবি নির্মাণ করতে চলেছেন। ছবিতে নতুন জুটি হিসেবে দেখা যাবে অক্ষয় কুমার ও টাইগার শ্রফকে। ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’ ছবির মূল দুই নায়কের নির্বাচন আগেই হয়েছে। তবে এ ছবিতে কোন দুই নায়িকাকে মূল চরিত্রে দেখা যাবে, তা নিয়ে ক্রমাগত চলছিল অনুমান।
এবার অনুমানের পালা শেষ হয়েছে। মানুষি ও সোনাক্ষী আসতে চলেছেন ছবির দুই নায়িকা হিসেবে। এখন প্রশ্ন কোন নায়িকাকে কোন নায়কের বিপরীতে দেখা যাবে। এখন পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, অক্ষয় কুমারের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন সোনাক্ষী। টাইগার-মানুষিকে জুটি হিসেবে দেখা যাবে। অক্ষয় ও সোনাক্ষী এ নিয়ে সাতবার একসঙ্গে বড় পর্দায় আসতে চলেছেন।
এ ছাড়া আক্কির কয়েকটা ছবিতে তাঁকে ক্যামিও হিসেবেও দেখা গেছে। ২০১২ সালে তাঁরা জুটি বেঁধেছিলেন প্রভু দেবার ‘রাউডি রাঠোর’ ছবিতে। এ ছবিতে তাঁদের রোমান্স প্রশংসিত হয়। ‘হলিডে’ ছবিতেও এই জুটি মাতিয়ে ছিলেন। সোনাক্ষী ও অক্ষয়কে একসঙ্গে শেষ পর্দায় দেখা গেছে জগন শক্তির ‘মিশন মঙ্গল’ ছবিতে।
বাসু ও জ্যাকি ভগনানি প্রযোজিত ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’ ছবির শুটিং আগামী জানুয়ারিতে শুরু হবে। ছবিটি আগামী বছরে সেরা অ্যাকশনধর্মী ছবিগুলোর মধ্যে একটি হতে চলেছে। জানা গেছে, ছবির অ্যাকশনকে এক অন্য মাত্রায় নিয়ে যেতে নির্মাতারা বিদেশ থেকে এক বিশেষ অ্যাকশন দল আনতে চলেছেন। ছবির শুটিং–পূর্ববর্তী কাজ এখন জোর কদমে চলছে। ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’তে মানুষি ও সোনাক্ষী ছাড়া আরও এক নায়িকাকে দেখা যাবে। এখন নির্মাতারা ৩ নম্বর নায়িকার সন্ধানে নেমেছেন। এই তালিকায় বেশ কিছু নায়িকার নাম আছে, তবে এ দৌড়ে জাহ্নবী কাপুর এগিয়ে আছেন বলে জানা গেছে।
১৯৯৮ সালে ডেভিড ধাওয়ান পরিচালিত ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’ ছবিতে অমিতাভ আর গোবিন্দা ছাড়া ছিলেন রবিনা ট্যান্ডন ও রাময়া কৃষ্ণন। ওই ছবিটি কমেডিনির্ভর ছিল, তবে আলীর এই রিমেক ছবিতে অক্ষয় কুমার আর টাইগারকে বেশি অ্যাকশন করতে দেখা যাবে। এতে হাস্যরসের ছোঁয়াও থাকবে। তাই নতুন ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’ ছবিটি একটু ভিন্ন স্বাদ বয়ে আনতে চলেছে।