বলিউডের নবাগত অভিনেত্রীদের একজন তিনি। হালের আলোচিত ‘মুনজ্যা’ তাঁর ক্যারিয়ারের দ্বিতীয় ছবি। তুলনামূলক নতুন হলেও এরই মধ্যে হাজার হাজার মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন শর্বরী বাগ। তাঁর অভিনীত হরর-কমেডি সিনেমাটি ১০০ কোটি রুপির বেশি ব্যবসা করে ফেলেছে।
এদিকে ইন্টারনেট মুভি ডেটাবেজ বা আইএমডিবির সমীক্ষা অনুযায়ী ভারতের সবচেয়ে জনপ্রিয় অভিনয়শিল্পী হিসেবে ভোট পেয়েছেন শর্বরী। তাই সব মিলিয়ে দারুণ উচ্ছ্বসিত এই অভিনেত্রী। সম্প্রতি প্রথম আলোকে পাঠানো এক বিবৃতির মাধ্যমে তিনি সাম্প্রতিক সাফল্য নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন।
শর্বরী তাঁর অভিষেক ছবি ‘বান্টি অওর বাবলি ২’-তেই সবার নজর কেড়েছিলেন। এখন ‘মুনজ্যা’ ছবির কারণে তিনি জোর চর্চায়। এদিকে নেটফ্লিক্সের ‘মহারাজ’ ছবিতে আমির খানের পুত্র জুনায়েদ খানের সঙ্গে দেখা গেছে তাঁকে। এই ছবিতে ‘বিরাজ’ চরিত্রে নজর কেড়েছেন তিনি।
‘মুনজ্যা’ ১০০ কোটি রুপির বেশি ব্যবসা করায় যারপরনাই আনন্দিত শর্বরী। এ প্রসঙ্গে বিবৃতিতে তিনি বলেন, ‘যখন বড় বড় তারকার ছবি ১০০ কোটি ব্যবসা করত, এমন খবর শুনে বিস্মিত হতাম। এখন আমার নিজের অভিনীত সিনেমা এই মাইলফলক স্পর্শ করেছে, বিস্ময়ের ঘোর আর কাটছে না। সবাই আমার সিনেমা দেখতে হলে এসেছেন, অভিনয়ের প্রশংসা করছেন; সবকিছু মিলিয়ে আমি সত্যিই আপ্লুত।’
‘মুনজ্যা’ ছবির সাফল্য প্রসঙ্গে শর্বরী আরও বলেন, ‘দ্বিতীয় ছবিতেই এত বড় সাফল্যের স্বাদ পেলাম।
এই সাফল্য আমাকে আরও এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে। সব শিল্পীই চান, তাঁর অভিনীত সিনেমা হিট হোক। কারণ, একটা হিটের পর আরও ভালো চরিত্রে অভিনয় করার লোভ হয়, আরও বেশি পরিশ্রম করার জেদ পেয়ে বসে।’
এখন শর্বরীর গায়ে ‘১০০ কোটি ব্যবসা করা সিনেমার তারকা’র তকমা লেগে গেছে। এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘এমন সাফল্যে আনন্দিত আমি। অভিনেত্রী হিসেবে আমি অনেক উচ্চাকাঙ্ক্ষী। আমার লক্ষ্যের দিকে এগিয়ে যেতে চাই। আমার প্রতি বিশ্বাস রাখার জন্য দীনেশ বিজনের (প্রযোজক) কাছে অত্যন্ত কৃতজ্ঞ। আদিত্য সরপোতদরও (পরিচালক) আমার প্রতিভার প্রতি আস্থা রেখেছিলেন। এ কারণে আমি তাঁকেও বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই। সিনেমার পুরো টিম যেভাবে পাশে দাঁড়িয়েছে, তাদের প্রতি কৃতজ্ঞতার শেষ নেই।’
শিগগিরই শর্বরীকে ‘বেধা’র মতো অ্যাকশনধর্মী ছবিতে দেখা যাবে। নিখিল আদভানি পরিচালিত এই ছবিতে তিনি জন আব্রাহামের সঙ্গে জুটি বেঁধে আসছেন। এখন শর্বরী ব্যস্ত যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের একটি ছবির শুটিংয়ে। শিব রাওয়েল পরিচালিত এই ছবিতে তাঁকে অভিনেত্রী আলিয়া ভাটের সঙ্গে দেখা যাবে।