সামান্থা। ইনস্টাগ্রাম থেকে
সামান্থা। ইনস্টাগ্রাম থেকে

বিকল্প চিকিৎসাপদ্ধতি দেখাতে গিয়ে তোপের মুখে সামান্থা

সামাজিক যোগাযোগমাধ্যমে বিকল্প চিকিৎসাপদ্ধতি নিয়ে কথা বলতে গিয়ে সমালোচনার মুখে দক্ষিণি অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। সম্প্রতি তিনি ফুসফুসসংক্রান্ত সমস্যার জন্য হাইড্রোজেন প্রি-অক্সাইড নেবুলাইজেশন ব্যবহার করতে বলেন।

ইনস্টাগ্রামে নেবুলাইজার মাস্ক পরে একটি ছবিও পোস্ট করেছিলেন তিনি। অভিনেত্রী দাবি করেছিলেন, এই চিকিৎসাপদ্ধতি সুলভ ও কার্যকরী। তাঁর এই পোস্টের পরই অভিনেত্রীর কঠোর সমালোচনা করেছেন চিকিৎসকেরা। খবর হিন্দুস্তান টাইমসের

ওষুধ ব্যবহারের বিকল্প পদ্ধতি বের করার চেষ্টা করেছেন সামান্থা। নেবুলাইজার মাস্ক পরে ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে তিনি লেখেন, ‘একটি সাধারণ ওষুধ গ্রহণ করার আগে একটি বিকল্প পদ্ধতির চেষ্টা করার কথা বিবেচনা করুন। একটি বিকল্প হলো হাইড্রোজেন পারক্সাইড এবং ডিস্টিল্ড বা পরিশুদ্ধ জলের মিশ্রণ দিয়ে নেবুলাইজ করা, যা ম্যাজিকের মতো কাজ করে। ওরাল মেডিসিন বা বড়ি খুব প্রয়োজন না থাকলে এড়িয়ে চলুন।’

সামান্থা

এরপরই এর প্রতিক্রিয়ায় ভারতীয় চিকিৎসক ঋতুজা উগালমুগলে হিন্দুস্তান টাইমসকে বলেন, ‘হাইড্রোজেন পারক্সাইড ও পরিশুদ্ধ পানির নেবুলাইজেশন উভয়ই শরীরে ঝুঁকি তৈরি করে।’

এ ছাড়া অনেকেই চিকিৎসা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর জন্য সামান্থার শাস্তিও দাবি করেন। এক্স হ্যান্ডলে এক চিকিৎসক সামান্থাকে ‘মূর্খ’ বলেও অভিহিত করেছেন।
তবে সামান্থাও চুপ করে থাকার পাত্রী নন। পরে আরেকটি দীর্ঘ পোস্টে অভিনেত্রী লিখেছেন, ‘কয়েক বছর ধরে, আমাকে বিভিন্ন ধরনের ওষুধ খেতে হয়েছে। যা আমাকে খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল আমি তা সবকিছু মেনে চলেছি।’ এ পোস্টে সামান্থা বলেন, ব্যয়বহুল প্রচলিত চিকিত্সাগুলো তাঁর অবস্থার উন্নতি করেনি। তখন তাঁকে বিকল্প থেরাপি খুঁজতে হয়েছে। এ পদ্ধতিকে তিনি যথেষ্ট কার্যকরী ও সাশ্রয়ী মনে করেন।

সামান্থা আরও বলেন, যে তাঁর উদ্দেশ্য কোনো নির্দিষ্ট চিকিত্সাকে প্রচার করা নয়, তিনি তাঁর ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করেছেন মাত্র। প্রচলিত চিকিৎসা ব্যয় অনেক বেশি বলেনও মনে করেন অভিনেত্রী। এ ছাড়া তিনি উল্লেখ করেন, তাঁর পোস্টের উদ্দেশ্য ছিল সেসব মানুষের জন্য একটি বিকল্প পদ্ধতি প্রদান করা, যাঁরা তাঁদের স্বাস্থ্য নিয়ে লড়াই করছেন ও পাশাপাশি সাশ্রয়ী মূল্যের বিকল্প খুঁজছেন।