সম্প্রতি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে সিদ্ধার্থ পি মালহোত্রা পরিচালিত ‘মহারাজ’ ছবিটি। এই ছবির মাধ্যমে অভিষেক হয়েছে আমির খানের ছেলে জুনায়েদ খানের।
সিনেমাটিতে ‘কিশোরী’ চরিত্রে নজর কেড়েছেন অভিনেত্রী শালিনী পান্ডে। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের চরিত্রের বিষয়ে কিছু কথা খোলাসা করেছেন তিনি।
ছবিতে জুনায়েদ খানের বাগদত্তার চরিত্রে দেখা গিয়েছিল শালিনীকে। ছবিতে শালিনীর অভিনীত চরিত্রটি সরল প্রকৃতির। ‘মহারাজ’ ছবির চিত্রনাট্য প্রথমবার পড়ার সময় কী মনে হয়েছিল, সেটা সাক্ষাৎকারে জানান অভিনেত্রী।
তিনি বলেন, ‘আমি যখন প্রথম “কিশোরী” চরিত্রটি পড়েছিলাম, তখন মনে হয়েছিল যে চরিত্রটি খুবই বোকাসোকা। কিন্তু পরে মনে হয়, চরিত্রটি মোটেও বোকা নয়। বরং তার মতো চরিত্র খুব একটা হয় না। চরিত্রটি খুব সুন্দরভাবে লেখা হয়েছে। সে যা করে, তা বিশ্বাসের সঙ্গে করে।’
‘মহারাজ’ ছবিতে চরণ সেবার দৃশ্য প্রসঙ্গে শালিনী বলেন, ‘এই দৃশ্য করার পর আমার মানসিক অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। দৃশ্যটি করার সময় আমার বেশ ভয় করছিল। জেজের (জয়দীপ আহলাওয়াত) সঙ্গে দৃশ্যটি করার পর যখন বাইরে এলাম, আমি টিমকে বলি, খুব অস্বস্তি লাগছে। আমি আর বদ্ধ ঘরে থাকতে পারছিলাম না। সবাইকে বলি যে আমি খোলা হাওয়ায় থাকতে চাই। আমার দম বন্ধ লাগছে।’ দৃশ্যটি নিয়ে শালিনী আরও বলেন, ‘ছবির এই দৃশ্য করার আগে বুঝতে পারিনি যে এটা আমার ওপর এতটা প্রভাব ফেলবে। দৃশ্যটির গভীরতা তখন আমি উপলব্ধি করতে পারিনি।’
সন্দীপ রেড্ডি ভাঙ্গার তেলেগু ছবি ‘অর্জুন রেড্ডি’তে অভিনয় করে পরিচিতি পান শালিনী। এরপরই তিনি রণবীর সিংয়ের সঙ্গে যশরাজ ফিল্মসের ছবিতে অভিনয় করেন। তবে সেই সিনেমা সেভাবে সাফল্য পায়নি। তবে ‘মহারাজ’ দিয়ে সে আক্ষেপ পুষিয়ে নিয়েছেন এই তরুণ অভিনেত্রী।
নেটফ্লিক্সে মুক্তির পর ‘মহারাজ’ ছবিটি দারুণ সফলতা পেয়েছে। এই ছবিতে জুনায়েদের অভিনয় প্রশংসিত হয়েছে। জয়দীপের অভিনয়েরও তারিফ করেছেন সমালোচকেরা। ছবিতে অতিথি চরিত্রে দেখা গেছে হালের আরেক আলোচিত অভিনেত্রী শর্বরী বাগকে।