অবশেষে বড় পর্দায় মুক্তি পেয়েছে দক্ষিণি সুপারস্টার বিজয় দেবরাকোন্ডার প্যান ইন্ডিয়া ছবি ‘লাইগার’। শুরু থেকেই এই ছবি ঘিরে তুমুল উত্তেজনা ছিল ভক্তদের। কিন্তু মুক্তির পর বেশির ভাগ সমালোচকই ছবিটির কড়া সমালোচনা করেছেন। বিজয়ের পারফরম্যান্সের প্রশংসা করলেও দুর্বল চিত্রনাট্য, সংলাপ, পরিচালনার সমালোচনা করছেন তাঁরা। তবে সাধারণ দর্শক এসব থোড়াই কেয়ার করেন। বক্স অফিসে যার প্রতিফলন ধরা পড়েছে। বিজয়ের এই ছবি মুক্তির প্রথম দিনেই আয়ের বিচারে আমির খান, অক্ষয় কুমারের মতো সুপারস্টারদের পেছনে ফেলে দিয়েছে।
পুরী জগন্নাথ পরিচালিত ‘লাইগার’ ছবির ট্রেলার মুক্তির পর থেকে হইচই ফেলে দিয়েছে। সবার দেখার অপেক্ষা ছিল, তিন বছর পর পরিচালনায় ফিরে পুরী জগন্নাথ দর্শকদের কীভাবে চমকে দেন। ছবির প্রচার হয়েছে ব্যাপক।
‘লাইগার’-এর নায়ক-নায়িকা বিজয় ও অনন্যা ছবির প্রচারে সারা ভারত ঘুরেছেন। বিজয়ের জনপ্রিয়তার ঢেউ এখন দক্ষিণ ভারত থেকে উত্তরেও আছড়ে পড়েছে। ‘লাইগার’-এর ছবির অগ্রিম বুকিংয়ের হিড়িক দেখে আন্দাজ করা গিয়েছিল, ছবি মুক্তির প্রথম দিন বাজিমাত করবে। বিজয়ের ছবি ঠিক তাই করেছে।
আমির আর অক্ষয় কুমারের ছবি ‘লাল সিং চাড্ডা’ ও ‘রক্ষা বন্ধন’ রাখি উৎসবের ছুটির দিনে মুক্তি পেয়েছিল। কিন্তু তার ফায়দা ওঠাতে পারেনি ছবি দুটি। সর্বসাকল্যে ২০ কোটিও আয় করতে পারেনি। এদিকে বিজয়ের ছবি মুক্তির প্রথম দিনেই ভাঁড়ারে ২৭ কোটি রুপির বেশি জমা করেছে।
তবে এই প্যান ইন্ডিয়া ছবিটি সবচেয়ে বেশি আয় করেছে বিজয়ের নিজের ভাষা তেলেগু। ‘লাইগার’-এর কেবল তেলেগু সংস্করণই ২৪ দশমিক ৫ কোটি রুপি আয় করেছে। হিন্দি বলয়তে অবশ্য প্রথম দিনের কালেকশন একটু কম। নির্মাতাদের আশা উইকেন্ডে বিজয়ের ছবিটি ভালো আয় করবে।