মোহনলাল। শিল্পীর ইনস্টাগ্রাম থেকে
মোহনলাল। শিল্পীর ইনস্টাগ্রাম থেকে

সিনেমা ইন্ডাস্ট্রিতে যৌন হয়রানি: পদত্যাগের পর মুখ খুললেন মোহনলাল

মালয়ালম সিনেমা ইন্ডাস্ট্রির যৌন হয়রানি নিয়ে জাস্টিস হেমা কমিটির প্রতিবেদন প্রকাশ্যে আসার পর থেকে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে ভারতে। ইন্ডাস্ট্রির রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে রয়েছে নারী নির্যাতন ও যৌন হেনস্তার ঘটনা, যাতে জড়িত ইন্ডাস্ট্রির প্রভাবশালীরা। এমনই তথ্য উঠে এসেছে ওই প্রতিবেদনে।

অভিনেতা সিদ্দিকি, পরিচালক রঞ্জিত বালকৃষ্ণনসহ একাধিক খ্যাতিমান তারকার বিরুদ্ধে ধর্ষণ ও যৌন হেনস্তার অভিযোগ উঠেছে।

মোহনলাল। শিল্পীর ইনস্টাগ্রাম থেকে

চাপের মুখে গত মঙ্গলবার অ্যাসোসিয়েশন অব মালয়ালম মুভি আর্টিস্টসের (এএমএমএ) সভাপতির পদ ত্যাগ করেছিলেন মোহনলাল। তারপরও সমালোচনা থামেনি। অবশেষে মুখ খুললেন ‘দৃশ্যম’ অভিনেতা। খবর হিন্দুস্তান টাইমসের

গত শনিবার মোহনলাল বলেন, ‘যদি কোনো অন্যায়কারীর বিরুদ্ধে দৃঢ় প্রমাণ থাকে, তবে অবশ্যই তাদের শাস্তি পাওয়া উচিত।

জাস্টিস হেমা কমিটির প্রতিবেদন প্রকাশের পর কেরালা সরকারের সিদ্ধান্তেরও প্রশংসা করেছেন মোহনলাল, যা অভিনয়শিল্পের জগতে একাধিক যৌন হয়রানি ও নির্যাতনের বিবরণ সামনে এনেছে। তিনি বলেন, ‘হেমা কমিটির প্রতিবেদন প্রকাশ করা সরকারের একটি ভালো সিদ্ধান্ত ছিল।’

মোহনলাল জানান, তিনি মালয়ালম ফিল্ম ইন্ডাস্ট্রির ‘কোনো শক্তিগোষ্ঠীর’ অংশ নন বা এ–জাতীয় কোনো গোষ্ঠীর অস্তিত্ব সম্পর্কেও তাঁর জানা নেই।