বছর দুই আগে মাদক মামলায় গ্রেপ্তার হয়েছিলেন শাহরুখপুত্র আরিয়ান খান। এই মামলার তদন্তের দায়িত্বে ছিল ভারতের মাদক নিয়ন্ত্রণ সংস্থা (এনসিবি)। আরিয়ানকে গ্রেপ্তার এবং তদন্ত দলটির অন্যতম একজন সদস্য ছিলেন বিশ্ব বিজয় সিং। আগেই এনসিবি থেকে সাময়িক বরখাস্ত হয়েছিলেন তিনি, এবার চাকরি হারালেন। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস
গত বছরের এপ্রিলে বিশ্ব বিজয়কে এনসিবি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। তবে আরিয়ানের মামলার তদন্তের জন্য নয়, মাদক-সংক্রান্ত অন্য আরেকটি মামলার তদন্তে হেরফের করার অভিযোগে এই সিদ্ধান্ত নিয়ে এর তদন্ত করে এনসিবি। সম্প্রতি শেষ হয়েছে এই তদন্ত। তদন্তের রিপোর্ট বিশ্ব বিজয়ের অপরাধ প্রমাণিত হওয়ায় তাঁকে চাকরিচ্যুত করে এনসিবি।
বিশ্ব বিজয়ের চাকরিচ্যুতের চিঠিতে স্বাক্ষর করেন এনসিবি প্রধান সত্য নারায়ণ। এ বিষয়ে এখনো কিছু বলেননি বিশ্ব বিজয় সিং। ২০২১ সালের ২ অক্টোবর সমীর ওয়াংখেড়ের নেতৃত্বে এনসিবির একটি দল অভিযান চালিয় বিলাসবহুল প্রমোদতরি কর্ডেলিয়া ক্রুজ থেকে আটজনকে মাদকসহ গ্রেপ্তার করে। এর মধ্যে একজন ছিল আরিয়ান খান।
আরিয়ানকে প্রথমে আটক করে এবং পরে গ্রেপ্তার দেখানো হয়। এই মামলায় বেশ কিছুদিন কারাগারে কাটাতে হয়েছে আরিয়ানকে। পরে জামিনে বের হন তিনি। আদালতে আরিয়ানের বিরুদ্ধে যথাযথ প্রমাণ উপস্থাপন করতে পারেননি সমীর ওয়াংখেড়। তাই আদালত এই মামলা থেকে অব্যাহতি দেন আরিয়ানকে। এরপরই সমীরকে অন্যত্রে বদলি করা হয়।