‘কানতারা’ ছবির নির্মাতাদের সঙ্গে যা ঘটেছে, একেই বোধ হয় বলে ‘মেঘ না চাইলে জল’। এই কন্নড় ছবির নির্মাতার স্বপ্নেও ভাবেননি যে ‘কানতারা’ ব্লকবাস্টার হবে। সেই সফলতার রেশ ধরে তারা ‘কানতারা টু’ আনতে চলেছে, তা আগেই জানা গেছে। এবার জানা গেছে, ‘কানতারা’ ছবির নায়ক ঋষভ শেঠি এর দ্বিতীয় পর্বের জন্য বড় অঙ্কের পারিশ্রমিক পকেটে পুরেছেন।
‘কানতারা টু’ ছবির জন্য সিনেমাপ্রেমীরা অধীর অপেক্ষায় আছেন। হোমেবল ফিল্মসের ব্যানারে নির্মিত এ ছবিটিকে ঘিরে নানা খবর ভেসে আসছে। নির্মাতারা জানিয়েছেন যে ‘কানতারা টু’ ছবির চিত্রনাট্যের ওপর এখন তাঁরা কাজ করছেন। আর ‘কানতারা’-র সিক্যুয়েল নয়, প্রিক্যুয়েল আসছে বলে জানা গেছে। গত বছর এ ছবিটি সারা দেশে সাড়া ফেলে দিয়েছিল।
‘কানতারা’ নির্মাণ করতে নির্মাতাদের পকেট থেকে তখন মাত্র ২০ কোটি রুপি খরচ হয়েছিল। এই ছবি থেকে নির্মাতাদের ভাগ্যের চাকা ঘুরে গেছে। ‘কানতারা’ সারা ভারতে ৪০০ কোটির বেশি ব্যবসা করেছিল। এখন শোনা যাচ্ছে যে ‘কানতারা টু’-র জন্য ঋষভ ১০০ কোটি দাবি করেছিলেন।
এদিকে ‘কানতারা’-র জন্য নির্মাতারা তাঁকে বাংলাদেশি মুদ্রায় মাত্র পাঁচ কোটি টাকা পারিশ্রমিক দিয়েছিলেন। ঋষভ এই ছবিতে শুধু অভিনয় করেননি। তিনি ‘কানতারা’ ছবির লেখক আর পরিচালকও ছিলেন। ‘কানতারা টু’-তেও ঋষভ একইভাবে সব দায়িত্ব সামলাবেন। জানা গেছে, নির্মাতারা তাঁর দাবি মেনে নিয়েছেন। আর ‘কানতারা টু’-র লেখক, পরিচালক, আর অভিনেতা ঋষভকে তাঁরা ১০০ কোটি টাকা পারিশ্রমিক দিয়েছেন বলে খবর পাওয়া গেছে।
হোমেবল ফিল্মস এই প্রিক্যুইল ছবিটিকে প্যান ইন্ডিয়া স্তরে মুক্তি দেবেন। তাই তাঁরা ‘কানতারা টু’-কে বড় মাত্রায় আনতে চলেছেন। এই ছবির প্রথম পর্ব শুধু কন্নড় দর্শকের কথা মাথায় রেখে নির্মাণ করা হয়েছিল। আর তাই এর বাজেট ছিল সীমিত। ‘কান্তারা’-র সাফল্য দেখে নির্মাতারা পরে ছবিটিকে অন্য ভাষাতে নিয়ে এসেছিলেন। আর তারপরই দেশজুড়ে এই কন্নড় ছবিটি ঝড় তুলেছিল।
তাই ‘কানতারা টু’ সারা দেশের সিনেমাপ্রেমীদের কথা মাথায় রেখে নির্মাণ করা হচ্ছে। এর বাজেট বেশ বড়সড় হবে বলে জানা গেছে। নির্মাতারা ‘কানতারা টু’-র জন্য কোনোরকম কার্পণ্য করছেন না। এ ছবিটিকে বড় মাত্রায় আনতে তাঁরা প্রস্তুত।