বলিউডে নারী ও পুরুষ অভিনেতার মধ্যে পারিশ্রমিকবৈষম্য নিয়ে সোচ্চার হয়েছেন অনেক অভিনেত্রী। বিদ্যা বালান, কৃতি শ্যানন থেকে আলিয়া ভাটরা জানিয়েছেন, এই সময়ে এসেও বলিউড ইন্ডাস্ট্রির পুরুষতান্ত্রিক মনোভাব খুবই হতাশার। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির সঙ্গে এক সাক্ষাৎকারে পারিশ্রমিকবৈষম্য নিয়ে কড়া বার্তা দিলেন কারিনা কাপুর খান।
দুই দশকের বেশি সময় ধরে অভিনয় করছেন কারিনা। অভিনয়জীবনে তিনি শাহরুখ খান, সালমান খান, আমির খানের মতো বড় অভিনেতাদের বিপরীতে কাজ করেছেন। কিন্তু কখনই খানদের মতো পারিশ্রমিক পাননি।
এমনকি তাঁর স্বামী সাইফ আলী খানের সমপরিমাণ পারিশ্রমিকও পান না কারিনা। শোনা যায়, ২০০৩ সালে ‘কাভি আলবিদা না কেহনা’ ছবিতে কাজ করার জন্য শাহরুখ খানের সমপরিমাণ পারিশ্রমিক দাবি করেছিলেন। এর ফলে কাজটি তাঁকে হারাতে হয়। শুধু তা-ই নয়, এ বিষয়ে প্রযোজক করণ জোহরের সঙ্গেও তাঁর মনোমালিন্য হয় বলে শোনা যায়।
সাম্প্রতিক সাক্ষাৎকারে কারিনা দাবি করেন, সমান পারিশ্রমিকের দাবিতে লড়াই চালাচ্ছেন তিনি। অভিনেত্রী বলেন, ‘না মানে, না। এখন যদি আমার মনে হয়, চরিত্র অনুযায়ী বা আমার নিজের গুরুত্ব অনুযায়ী যথেষ্ট মূল্য পাওয়া যাচ্ছে না, তা হলে আমি কাজ করি না। আমি অপেক্ষা করব। আমি চেষ্টা করব, যাতে তাঁরাও অনুভব করেন, আমি ঠিক পুরুষ সহ-অভিনেতাদের মতোই গুরুত্বপূর্ণ।’
শুধু নিজের কথাই নয়, পরবর্তী প্রজন্মের অভিনেত্রীদের জন্যও পরামর্শ দিয়েছেন কারিনা। তিনি বলেন, ‘না বলার অর্থ এই নয় যে তাঁরা আত্মবিশ্বাসী নন। বরং না মানে, না। যদি কোনো বিষয়ে নিজেকে স্বচ্ছন্দ না মনে হয়, সেটা পোশাক হোক, খাবার হোক বা যে কাজ করতে চাইছেন, তা যদি নিজের মনের মতো না হয়, তা হলে প্রত্যাখ্যান করাই ভালো। আমার মনে হয়, না বলার মধ্যেও আত্মবিশ্বাস খুঁজে নেওয়া যেতে পারে।’