বলিউডে অভিনেতাদের চেয়ে অভিনেত্রীদের পারিশ্রমিক তুলনামূলক কম। তারপরও অনেক অভিনেত্রী তাঁদের জনপ্রিয়তার কারণে মোটা অঙ্কের পারিশ্রমিক পান। এ ছাড়া বিজ্ঞাপনচিত্র, ব্যবসা ও বিভিন্ন কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে আয় করেন। তাঁদের সম্পদ নেহাত কম নয়। দেখে নেওয়া যাক, বলিউডের জনপ্রিয় পাঁচ অভিনেত্রী কে কত আয় করেন।
ঐশ্বরিয়া রাই বচ্চন
সাবেক এই বিশ্বসুন্দরীর মোট সম্পদের পরিমাণ ১০ কোটি ডলার, যা বাংলাদেশি মুদ্রায় এক হাজার কোটি টাকার বেশি। বলিউডে এই অভিনেত্রী তাঁর সৌন্দর্য, অভিনয়দক্ষতা দেখিয়ে আসছেন দুই যুগের বেশি সময় ধরে। তাঁর ক্যারিয়ারে রয়েছে অনেক ব্যবসাসফল ছবি। এ ছাড়া তিনি অনেকগুলো আন্তর্জাতিক কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন। তাঁর আয়ের অনেকাংশ এই জায়গা থেকে এসেছে। তিনি বলিউডের শীর্ষ ধনী অভিনেত্রী। টাইমস অব ইন্ডিয়ার তথ্যমতে, ভারত তো বটেই, সংযুক্ত আরব আমিরাতে অভিনেত্রীর বেশ কয়েকটি বিলাসবহুল বাড়ি ও জায়গা আছে।
কারিনা কাপুর খান
৪১ বছর বয়সী এই অভিনেত্রী দুই দশকের বেশি সময় বলিউডে রাজত্ব করছেন। এই বয়সেও তাঁর ফিটনেস দেখে মুগ্ধ সবাই। দুই সন্তানের জননী সঠিক খাদ্যাভ্যাস ও শরীরচর্চার মাধ্যমে ধরে রেখেছেন তাঁর ফিটনেস। তিনি বর্তমানে ১৫টির বেশি ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আছেন। তাঁর বর্তমান সম্পদের পরিমাণ ছয় কোটি ডলার।
দীপিকা পাড়ুকোন
বলিউডের সর্বোচ্চ পারিশ্রমিক নেওয়া অভিনেত্রীদের একজন দীপিকা পাড়ুকোন। তাই তিনি যে এই তালিকায় থাকবেন, তা আর বলার অপেক্ষা রাখে না। দীপিকার মোট সম্পদের পরিমাণ চার কোটি ডলার। প্রতি ছবিতে ১৫–২০ কোটি রুপি পারিশ্রমিক নেন দীপিকা। ভারত তো বটেই, ভারতের বাইরের অনেক প্রসাধন কোম্পানির শুভেচ্ছাদূত তিনি।
আনুশকা শর্মা
বলিউডের সফল অভিনেত্রী আনুশকা শর্মা। মাতৃত্বকালীন বিরতি কাটিয়ে আবারও কাজে ফিরেছেন তিনি। কয়েক বছর আগে তিনি প্রযোজক হিসেবেও আত্মপ্রকাশ করেছেন। অভিনয়ের বাইরে বেশ কিছু বড় কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডরও তিনি। ‘রাব নে বানা দে জোড়ি’ ছবিতে শাহরুখ খানের বিপরীতে অভিনয় করে বলিউডে অভিষেক হওয়া এই অভিনেত্রীর সম্পত্তির পরিমাণ সব মিলিয়ে ৩ কোটি ৬০ লাখ ডলার।
প্রিয়াঙ্কা চোপড়া
বলিউডের পর হলিউডেও নিজের দ্যুতি ছড়াচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া। অভিনয় করেছেন একাধিক হলিউড সিনেমায়। বছরের শুরুতে মা হওয়া এই সাবেক বিশ্বসুন্দরীর সম্পদের পরিমাণ ৩ কোটি ৫০ লাখ ডলারের বেশি। অভিনয়ের পাশাপাশি তিনি সফল ব্যবসায়ীও। চলচ্চিত্র প্রযোজনা, প্রসাধন কোম্পানি, রেস্তোরাঁসহ নানা ধরনের ব্যবসায় যুক্ত প্রিয়াঙ্কা।