প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের প্রথম নারী গোয়েন্দা ক্যাটরিনা কাইফ। ব্লকবাস্টার ‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজিতে ‘জোয়া’ চরিত্রে দেখা যায় তাঁকে। এ রকম এক চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে গর্বিত বোধ করেন এই বলিউড নায়িকা।
‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজিতে হিট জুটি হলেন সালমান খান ও ক্যাটরিনা কাইফ। আগে মুক্তি পাওয়া দুই সিনেমাতেই সালমানের সঙ্গে রীতিমতো পাল্লা দিয়ে অ্যাকশন করেছেন ক্যাট। এই বলিউড তারকা বুঝিয়ে দিয়েছেন, সালমানের চেয়ে তিনি কোনো অংশে কম যান না। ‘টাইগার’-এর তৃতীয় কিস্তিতে আবার আসছেন ক্যাটরিনা।
গত মঙ্গলবার এ ছবির ক্যাটরিনার একক পোস্টার মুক্তি পেয়েছে। এই পোস্টারে তিনি অ্যাকশন অবতারে ধরা দিয়েছেন।
পোস্টার প্রকাশের পর এক বিবৃতিতে ক্যাট জানিয়েছেন, এবার পর্দায় ‘জোয়া’ হয়ে ওঠা তাঁর জন্য চ্যালেঞ্জিং ছিল। চরিত্রের মতো হয়ে নিজের শরীরকে রীতিমতো ভাঙাচোরা করতে হয়েছে। ক্যাটরিনা বলেন, ‘স্পাই ইউনিভার্সের প্রথম নারী গোয়েন্দা জোয়া। এই চরিত্রে অভিনয় করতে পেরে আমি গর্বিত। সে উগ্র, তবে সাহসী আর কাজের প্রতি নিবেদিত। জোয়া বিশ্বস্ত ও সৎ; সবচেয়ে বড় কথা—সে সব সময় মানবতার পক্ষে দাঁড়ায়।’
বিবৃতিতে তিনি আরও বলেছেন, ‘যশরাজের স্পাই ইউনিভার্সে জোয়ার সঙ্গে আমার এই ভ্রমণ সত্যি অবিশ্বাস্য। প্রতিটা ছবিতে নিজেকে নিজেই পরখ করে দেখেছি। “টাইগার ৩”-এর সময় তার ব্যতিক্রম হয়নি। আমরা এবার চেয়েছিলাম, অ্যাকশনের দৃশ্যগুলোকে পরের পর্যায়ে নিয়ে যেতে। তাই আমি শরীরের ওপর নানা অত্যাচার করেছি। দর্শক তা ছবিতে দেখতে পাবেন। শারীরিকভাবে এই ছবিটা আমার জন্য অনেক বড় চ্যালেঞ্জিং ছিল।’
ছবিতে অ্যাকশনের প্রসঙ্গে ক্যাটরিনা বলেছেন, ‘অ্যাকশন করতে আমি সব সময় রোমাঞ্চ অনুভব করি। আমি বরাবরই অ্যাকশন ঘরানার ছবির ভক্ত। আর তাই এই চরিত্রে অভিনয়—আমার অনেক বড় স্বপ্নপূরণ। মুক্তির পর চরিত্রটি নিয়ে সবার প্রতিক্রিয়ার অপেক্ষায় আছি।’
আদিত্য চোপড়া প্রযোজিত, মনীশ শর্মা পরিচালিত ‘টাইগার ৩’ সিনেমাটি চলতি বছর দেউয়ালি উৎসবে মুক্তি পাবে।