সিনেমা তো বটেই, সমাজ ও রাজনীতির নানা বিষয় নিয়ে বরাবরই উচ্চকণ্ঠ বলিউড পরিচালক অনুরাগ কশ্যপ। তাঁর চোখে অন্যায় মনে হলে কাউকে ছাড় দিয়ে কথা বলেন না। এ জন্য ছবির প্রযোজক পেতে সমস্যা হয়েছে, ব্যক্তিগত জীবনেও নানা হয়রানির শিকার হতে হয়েছে অনুরাগকে। তবে সবচেয়ে ভয়াবহ হুমকি আসে তিন বছর আগে। ২০১৯ সালে অনুরাগের মেয়ে আলিয়া কশ্যপকে ধর্ষণের হুমকি দেওয়া হয়। এমন কী হুমকির পর বাবা হিসেবে অনুরাগের কী অবস্থা হয়েছিল?
নিজের নতুন ছবি ‘দোবারা’র প্রচার উপলক্ষে দেওয়া এক সাক্ষাৎকারে সেই ঘটনা নিয়ে কথা বলেছেন অনুরাগ। ‘গ্যাংস অব ওয়াসিপুর’ পরিচালক জানান, সামাজিকমাধ্যমে হুমকি পাওয়ার পর সব কাজ ফেলে যুক্তরাষ্ট্রে চলে যান। কারণ, হুমকি কথা শোনার পর থেকেই আলিয়া ভীষণ উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন। ২০১৯ সালে ভারত সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের পর কেন্দ্রীয় সরকারের কড়া সমালোচনা করেন। এরপরই হুমকি ও সামাজিকমাধ্যমে বিদ্রূপের শিকার হন। তখনই নিজের টুইটার অ্যাকাউন্ট বন্ধ করে দেন।
‘ও (আলিয়া) ভীষণ উদ্বিগ্ন হয়ে পড়ে। সব শুনে আমিও কাজ ফেলে তৎক্ষণাৎ যুক্তরাষ্ট্রে চলে যাই। ও আমার সঙ্গে ভারতে ফেরে। ও একটু বেশি চিন্তা করে। এটা ছাড়া সে দারুণ মেয়ে।’ অনুরাগ জানান, তিনি মেয়ের সঙ্গে সব বিষয় নিয়েই কথা বলেন। ভারতীয় সমাজে অনেক মা–বাবা সন্তানের সঙ্গে কিছু বিষয়ে কথা বলতে বিব্রতবোধ করেন। কিন্তু তিনি এসবের ধার ধারেন না। মেয়ের সঙ্গে এমন সম্পর্কের জন্য তিনি গর্বিত বলেও জানান অনুরাগ।
পরিচালক আরও জানান, সিনেমায় আলিয়ার কোনো আগ্রহ নেই। সে ফ্যাশন নিয়ে কাজ করতে চায়। অনুরাগ কশ্যপ ও ফিল্ম এডিটর আরতি বাজাজের সন্তান আলিয়া। ১৯৯৭ সালে অনুরাগ ও আরতি বিয়ে করেন। তবে ২০০৯ সালে তাঁদের বিচ্ছেদ হয়।