আহান শেঠি। অভিনেতার ইনস্টাগ্রাম থেকে
আহান শেঠি। অভিনেতার ইনস্টাগ্রাম থেকে

মায়ের গর্ভে যে ছবির শুটিংয়ে গিয়েছিলেন, সেই ছবির সিকুয়েলে আহান

দীর্ঘ বিরতির পর আসছে ‘বর্ডার’ সিনেমার সিকুয়েল। ১৯৯৭ সালে মুক্তি পেয়েছিল সিনেমাটি। তবে প্রথম কিস্তির অনেকেই নেই নতুনটিতে। অনুরাগ সিংয়ের এ ছবিকে ঘিরে উঠে এসেছে নতুন তথ্য। খবর হিন্দুস্তান টাইমসের

‘বর্ডার’ সিনেমায় সুনীল শেঠি। আইএমডিবি

‘বর্ডার ২’-এ এবার থাকছেন না সুনীল শেঠি। কিন্তু তাঁর জায়গায় থাকছেন তাঁর ছেলে আহান শেঠি। অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন সানি দেওল, বরুণ ধাওয়ান, দিলজিৎ দোসাঞ্জ প্রমুখ।

‘বর্ডার ২’-এর তারকাখচিত অভিনেতাদের দলে নাম লেখালেন সুনীল শেঠির ছেলে আহান শেঠিও। গত বৃহস্পতিবার এ ছবির প্রযোজনা সংস্থার পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

সুনীলের ছেলে নিজেও এ খবর জানিয়েছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন ভিডিও।

আহান শেঠি। অভিনেতার ইনস্টাগ্রাম থেকে

সেখানে আহান ক্যাপশনে লেখেন, ‘জীবনের কাজকর্ম কেমন অদ্ভুত, তাই না? আমার সফর ২৯ বছর আগে শুরু হয়েছিল, যখন আমার মা আমাকে গর্ভে নিয়ে ছবির সেটে বাবার সঙ্গে দেখা করতে গিয়েছিল। আমি বড় হয়েছি বিস্ময়কর গল্প শুনে। বুঝিনি কখন সেটাই আমার মনে সিনেমার জন্য ভালোবাসা তৈরি করে দিয়েছে।’

এদিন আহান একই সঙ্গে তাঁর বাবার উদ্দেশেও একটি বিশেষ বার্তা দিয়ে লেখেন, ‘আর বাবা তোমার জন্য এটা। আমি আজ যা, যতটা, সবটাই তোমার জন্য। আমি আপ্রাণ চেষ্টা করব তোমার পথ অনুসরণ করতে।’

১৯৯৭ সালের ‘বর্ডার’ ছবিতে ভারত–পাকিস্তানের যুদ্ধের কথা তুলে ধরা হয়েছিল। জে পি দত্ত পরিচালিত সেই ছবিতে ছিলেন সুনীল শেঠি, সানি দেওল, জ্যাকি শ্রফ, অক্ষয় খান্না প্রমুখ। সিকুয়েল ছবিটি ২০২৬ সালের ২৩ জানুয়ারি মুক্তি পাবে।