দক্ষিণি তারকা নাগা চৈতন্য ও বলিউড অভিনেত্রী সবিতা ধুলিপালার বাগ্দান হয়ে গেছে। নাগার বাবা দক্ষিণি তারকা নাগার্জুনা আক্কিনেনি। নিজের এক্স হ্যান্ডলে দুটি ছবি দিয়ে তিনি জানিয়েছেন, আজ ভারতীয় সময় সকাল ৯টা ৪২ মিনিটে নাগা চৈতন্য ও সবিতা ধুলিপালার বাগ্দান সম্পন্ন হয়েছে। দুজনকে শুভকামনা জানিয়ে তিনি লিখেছেন, ‘তাদের বাগ্দানে আমরা অত্যন্ত আনন্দিত। আশা করি, তারা সুখী দম্পতি হবে। তাদের জীবন হাসি-আনন্দে ভরে উঠুক।’ সামান্থার সঙ্গে বিচ্ছেদের পর থেকেই চর্চায় নাগা–সবিতার সম্পর্ক। কিন্তু কে এই সবিতা? ডিএনএ, টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক অভিনেত্রী সম্পর্কে বিস্তারিত।