সবিতা ধুলিপালা। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
সবিতা ধুলিপালা। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

নাগার হবু স্ত্রী, জেনে নিন সবিতা সম্পর্কে ৭টি তথ্য

দক্ষিণি তারকা নাগা চৈতন্য ও বলিউড অভিনেত্রী সবিতা ধুলিপালার বাগ্‌দান হয়ে গেছে। নাগার বাবা দক্ষিণি তারকা নাগার্জুনা আক্কিনেনি। নিজের এক্স হ্যান্ডলে দুটি ছবি দিয়ে তিনি জানিয়েছেন, আজ ভারতীয় সময় সকাল ৯টা ৪২ মিনিটে নাগা চৈতন্য ও সবিতা ধুলিপালার বাগ্‌দান সম্পন্ন হয়েছে। দুজনকে শুভকামনা জানিয়ে তিনি লিখেছেন, ‘তাদের বাগ্‌দানে আমরা অত্যন্ত আনন্দিত। আশা করি, তারা সুখী দম্পতি হবে। তাদের জীবন হাসি-আনন্দে ভরে উঠুক।’ সামান্থার সঙ্গে বিচ্ছেদের পর থেকেই চর্চায় নাগা–সবিতার সম্পর্ক। কিন্তু কে এই সবিতা? ডিএনএ, টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক অভিনেত্রী সম্পর্কে বিস্তারিত।

স্কুল ও কলেজে পড়ার সময় নানা সহশিক্ষা কার্যক্রমে যুক্ত ছিলেন সবিতা। তবে এসব কার্যক্রমের মধ্যে অভিনয় ছিল না। ‘স্কুল-কলেজে পড়তে ভালোবাসতাম, লেখারও নেশা ছিল। এ ছাড়া শাস্ত্রীয় নৃত্য, ভরতনাট্যমে প্রশিক্ষণ নিয়েছি। শিল্পের প্রতি এই নেশাই হয়তো আমাকে অভিনয়ে নিয়ে এসেছে।’ বলেন এই অভিনেত্রী। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
ছোটবেলা থেকেই দৃঢ়চেতা। কলেজের পড়ালেখার পাট চুকিয়ে নিজেকে তিন বছরের চ্যালেঞ্জ দেন। ঠিক করেন, তিন বছরের মধ্যে নিজের ক্যারিয়ারের গতিপথ ঠিক করবেন, এরপর আবার পড়াশোনায় ফিরবেন। চ্যালেঞ্জে ঠিকই উতরে যান। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
নিজের সংগ্রামের দিনগুলো নিয়ে সবিতা বলেন, ‘আমার পরিবারের কেউ সিনেমার সঙ্গে যুক্ত ছিল না। আমাকে সুযোগ পেতে অনেক কষ্ট করতে হয়েছে। আমি এক হাজারের বেশি অডিশন দিয়েছি।’ অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
দক্ষিণ ভারতের মেয়ে হলেও সিনেমায় অভিষেক হয় হিন্দিতে, অনুরাগ কাশ্যপের হাত ধরে। হিন্দি ভাষা রপ্ত করতে তাই দীর্ঘ সংগ্রাম করতে হয়েছে সবিতা ধুলিপালাকে। ২০১৬ সালে ‘রমন রাঘব ২.০’-এর পর সবিতাকে দেখা গেছে তেলেগু, তামিল ও মালয়ালম সিনেমাতেও
২০১৬ সালে অভিষেকের পর এ পর্যন্ত ‘পোন্নিইন সেলভান’, ‘কুরুপ’ ইত্যাদি সিনেমায় তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে; ‘দ্য নাইট ম্যানেজার’, ‘মেড ইন হেভেন’-এর মতো সিরিজ সমালোচকদের বাহবা পেয়েছে। বৈচিত্র্যময় ও সাহসী চরিত্রে অভিনয় করে কয়েক বছর ধরে আলোচনায় অভিনেত্রী। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
নিজের কাজ নিয়ে সবিতা বলেন, ‘আমি মনে করি, “বৈচিত্র্য” এমন এক জিনিস, যা একজন অভিনয়শিল্পীকে সামনে এগিয়ে যেতে এবং আরও উন্নতি করতে সাহায্য করে। রাতারাতি তারকা হওয়ার স্বপ্ন আমি কখনোই দেখিনি। কখনো এ রকম তাগিদও বোধ করিনি। আমি দীর্ঘ এবং সফল একটা ক্যারিয়ার চেয়েছি, যেখানে বিভিন্ন চরিত্রে অভিনয় করার সুযোগ পাব। প্রতিটি চরিত্রের প্রতি আমি ন্যায়বিচার করতে চাই।’ অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
এখন নিয়মিত হিন্দিতে কাজ করলেও এই ভাষা রপ্ত করতেও কম সংগ্রাম করতে হয়নি সবিতাকে। তাঁর ভাষ্যে, ‘আমি হিন্দিটা শিখেছি মুম্বাইয়ে আসার পর।’ অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে