তামান্না ভাটিয়া। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
তামান্না ভাটিয়া। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

তামান্না বললেন, আবার বিয়ের কথা কেন?

‘আরনমনাই’ দিয়ে বড় পর্দায় সাফল্য পেয়েছেন, ওটিটিতে ‘সিকান্দার কা মুকাদ্দার’ও আলোচিত হয়েছে। ‘স্ত্রী ২’ সিনেমায় আইটেম গান নিয়েও চর্চা হয়েছে বিস্তর। মুম্বাইয়ে অভিনেত্রী তামান্না ভাটিয়ার মুখোমুখি হয়েছিলেন প্রথম আলোর মুম্বাই প্রতিনিধি দেবারতি ভট্টাচার্য।

চলতি বছরের আলোচিত অভিনেত্রীদের একজন তামান্না ভাটিয়া। সাক্ষাৎকারের শুরুতেই এল তাঁর সাম্প্রতিক সাফল্যের প্রসঙ্গ। তামান্না বলেন, ‘বছরটা সুন্দরভাবে কাটিয়েছি। “আরনমনাই” ১০০ কোটি রুপির বেশি ব্যবসা করেছে। অন্য ভাষায় ডাব না করেই তামিল ছবির এত আয়, সত্যি দারুণ ব্যাপার! ছবিটা নারীকেন্দ্রিক। “সিকান্দার কা মুকাদ্দার” ছবির জন্যও সবার প্রশংসা পাচ্ছি। ওটিটি ও প্রেক্ষাগৃহ দুই মাধ্যমের স্বাদ সমান উপভোগ করছি। সত্যি, নিজেকে ভাগ্যবতী মনে করি।’

তামান্না ভাটিয়া। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

দক্ষিণের পাশাপাশি বলিউডেও এখন সমানতালে কাজ করছেন তামান্না। কিন্তু অভিনেত্রীর অনুযোগ, বলিউড তাঁকে সেভাবে সুযোগ দেয়নি। তবে “সিকান্দার কা মুকাদ্দার” ছবির জন্য নির্বাচন করায় নীরজ পান্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। তামান্না বলেন, ‘এই ছবিতে কামিনী সিং হয়ে ওঠার জন্য নিজেকে সম্পূর্ণ ভেঙেচুরে নিয়েছিলাম। নীরজ স্যারের পাশাপাশি নেটফ্লিক্সকেও ধন্যবাদ জানাতে চাই।

এ রকম জটিল একটা চরিত্রের জন্য তারা আমাকে ভেবেছে, আমার প্রতি আস্থা দেখিয়েছে, এটাই বড় কথা।’ পরপর সাফল্য উদ্‌যাপন প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘এটা শুধু আমার নয়, গোটা টিমের সাফল্য। আমি মনে করি, একটা ছবি নির্মাণের পেছনে থাকে সবার মিলিত প্রয়াস। ছবি নির্মাণ মানেই দলগত কাজ। আর তাই এই সাফল্য সবার। আমার একার নয়। একার দ্বারা একটা গোটা ছবি নির্মাণ করা কখনোই সম্ভব নয়।’

তামান্না ভাটিয়া। ভিডিও থেকে

তামান্নাকে বৈচিত্র্যময় সব কাজে দেখা যায়। ‘আজ কি রাত’ গানে যেমন আবেদনময়ী তামান্নাকে দেখা গেছে, নীরজ পান্ডের ছবিতে আবার তিনি গ্ল্যামারহীন। অভিনেত্রী বলেন, ‘দক্ষিণে নানা স্বাদের প্রকল্পে কাজ করে নিজেকে প্রমাণ করেছি। এবার বলিউডেও তা করে দেখাতে চাই।’ একটা প্রকল্প নির্বাচনের আগে কী দেখেন? একটু ভেবে তামান্না বলেন, ‘শুধু চিত্রনাট্য বা গল্প নয়, পরিচালক কে, সেটা অবশ্যই দেখি। চিত্রনাট্য ভালো হওয়ার পাশাপাশি পরিচালকও ভালো হওয়া প্রয়োজন। তাই পরিচালক আমার কাছে খুব গুরুত্ব পান। আর আমি কোনো চিত্রনাট্য শোনার সময় নিজেকে দর্শকের আসনে বসাই। এমন প্রকল্পে নিজেকে দেখতে চাই, যেখানে আমি নিজেকেই ভুলে যাব।’

দর্শক হিসেবে কোন ধরনের ছবি বা সিরিজ পছন্দ করেন অভিনেত্রী? তাঁর জবাব, ‘কান্নাকাটি দেখতে একদম পছন্দ করি না। দর্শক হিসেবে চাই ভরপুর বিনোদন। কোনো ছবি বা সিরিজ দেখার সময় আশপাশের দুনিয়া, এমনকি নিজেকেও ভুলে যেতে চাই। ছবির দুনিয়ায় হারিয়ে যেতে চাই।’

তামান্না মনে করেন, কোভিডের পর বিনোদন দুনিয়ায় অনেক বদল এসেছে। তাঁর মতে, ‘এখন ছবিতে প্রযুক্তির ব্যবহার অনেক বেড়ে গেছে। প্রযুক্তির সঙ্গে আমাদের গল্প তাল মেলানোর চেষ্টা করছে।’ অনেকের মতে এখন ওটিটিতে ভালো গল্পের বড়ই অভাব। তবে এ কথা মানতে নারাজ তামান্না।

অভিনেত্রী জানান, তিনি একটা তেলেগু ছবির শুটিং শেষ করেছেন। এ ছাড়া ডায়না পেন্টির সঙ্গে একটি ওয়েব সিরিজে কাজ করেছেন। সাক্ষাৎকার শেষ আসে বহুল চর্চিত সেই প্রসঙ্গ, বিয়ে কবে করছেন? হালকা হেসে তামান্না বলেন, ‘দিব্যি আছি। আবার বিয়ের কথা কেন?’