মায়ের বকুনি,অতঃপর ২০ কোটি টাকা আয়ের সিনেমা

মায়ের এক বকুনিতেই নাকি কাজ হয়েছিল। সফলতার গল্প বলতে গিয়ে এ কথা ফারহানের মুখে বহুবার ঘুরেফিরে এসেছে। তবে নিজেই চেয়েছিলেন ভালো কিছু করে পরিবারকে দেখিয়ে দেবেন। সেই চেষ্টাই সফল হয়। আজ ফারহান আখতার ৫১-তে পা দিলেন। বিশেষ এই দিনে তাঁর জানা-অজানা দিকগুলো জেনে নিতে পারেন।
ফারহান শৈশব থেকেই পড়াশোনায় অমনোযোগী ছিলেন। স্কুলের গণ্ডি পার হলেও কলেজে এসে পড়াশোনায় আর মনে ধরল না। ক্লাস ফাঁকি দিতে দিতে একসময় এমন অবস্থা যে তাঁকে কলেজ থেকেই বের করে দেওয়া হলো
শিল্পীর ইনস্টাগ্রাম
পড়াশোনায় ফাঁকি দিলেও একটি বিষয়ে ছিলেন মনোযোগী। তিনি সময় পেলেই খাতা-কলম নিয়ে বসে পড়তেন লিখতে। লিখেছেন অনেক গান; শুধু তা–ই নয়, ছবির চিত্রনাট্যও লিখে ফেলেন
লেখালেখির পাশাপাশি একসময় নিয়মিত ছবি দেখায় ব্যস্ত হয়ে পড়েন ফারহান। মাথায় ঢুকে যায় সিনেমার পোকা। পরে মাত্র ১৭ বছর বয়সে সহকারী পরিচালক হিসেবে যশ চোপড়ার সেটে কাজ করেন। সিনেমার খুঁটিনাটি শিখতে শুরু করেন।
কিন্তু ছেলের নানামুখী প্রতিভা নিয়ে পরিবার অনেকটা বিপাকেই ছিল। ফারহান কী হতে চান, সেটা নিয়ে দেখা যায় দোটানা। এ নিয়ে চিন্তায় ছিলেন তাঁর মা হানি ইরানি। একসময় ধরেই নেন ছেলের ভবিষ্যৎ উজ্জ্বল না–ও হতে পারে। কিছুটা বকা দিয়ে ছেলেকে বলেছিলেন, ‘জীবন নিয়ে হেলাফেলা কোরো না। এবার কিছু করো, না হলে বাড়ি থেকে বের করে দেব।’ মায়ের ভালোবাসার এই বকুনিতেই কাজ হয়।
পরে ভেবেচিন্তে শুরু করেন সিনেমা বানানোর কাজ। প্রথম সিনেমার কাজের ধরনও ছিল এলোমেলো। গল্প তৈরি নেই, সেভাবেই শিল্পীদের চুক্তি করাতে থাকেন। অনেকেই বলাবলি করেছিলেন এভাবে সিনেমা হবে না
সেই ফারহান প্রথম সিনেমা ‘দিল চাহতা হ্যায়’ বানিয়ে তাক লাগিয়ে দেন। এটি ২০০১ সালে ২০ কোটি টাকার বেশি আয় করে। এরপর জাভেদ আখতারের পুত্রকে ক্যারিয়ারে আর পেছনে তাকাতে হয়নি। তুমুল আলোচিত হয় আমির খান অভিনীত সেই সিনেমাটি। ফারহানের জন্ম ১৯৭৪ সালের ৯ জানুয়ারি। তথ্য আইএমডিবি