সমালোচনা সহ্য করা যেন নিয়তি হয়ে গেছে শ্রীদেবীকন্যা জাহ্নবী কাপুরের। এমনকি গণমাধ্যম রেহাই দেয়নি এই তারকা কন্যাকে। তাঁর অভিনয়ের চুলচেরা বিশ্লেষণ করেছে সবাই। অবশেষে জাহ্নবীর কপালে জুটেছে একটু সুখ্যাতি। সদ্য হটস্টার-ডিজনিতে মুক্তি পেয়েছে তাঁর অভিনীত ছবি ‘গুডলাক জেরি’। এ ছবিতে জাহ্নবীর অভিনয় সবার মন জয় করেছে। অনেকের মতে, মা শ্রীদেবীর হালকা ছায়া তাঁর মধ্যে দেখা গেছে। সম্প্রতি এক দৈনিককে সাক্ষাৎকারের সময় জাহ্নবী বলেছেন, মায়ের কারণে তাঁকে বারবার সমালোচনার মুখোমুখি হতে হয়েছে।
বিটাউনে পা রাখার আগে থেকেই নানান কটাক্ষ ও তির্যক মন্তব্য ক্ষতবিক্ষত করেছে জাহ্নবীকে।
আর এর কিছুটা কারণ কি মা শ্রীদেবী, এর জবাবে তিনি বলেছেন, ‘হ্যাঁ, নিশ্চয়। মানুষ আমার প্রথম চারটি ছবির সঙ্গে মায়ের ৩০০ ছবির তুলনা টানেন। তবে আমি এসবকে এখন পাত্তা দিই না। আমি শুধু তাঁরই (শ্রীদেবী) জন্য নিজের এক সুন্দর ক্যারিয়ার গড়ে তুলব। তাঁর নাম আমাকে উজ্জ্বল করতেই হবে। আমি মাঝপথে ছেড়ে চলে যাওয়ার পাত্রী নই।’
জাহ্নবী আরও বলেছেন, ‘এর আগে একাধিক সাক্ষাৎকারে আমি বলেছি, মা কখনোই চাননি আমি অভিনয় জগতে আসি। মা বলতেন, তিনি সারা জীবন কাজ করেছেন আমাদের স্বচ্ছন্দে রাখার জন্য। কিন্তু তিনি নিজে কখনো স্বচ্ছন্দে থাকেননি। আর তাই তিনি চাইতেন না আমি এসবের মধ্যে পড়ি।’
এই তারকা কন্যা আরও বলেন, ‘আমি তখন মাকে বলেছিলাম যে আমি সিনেমা ভালোবাসি, তাই অভিনয়ের বাইরে কিছু ভাবতে পারি না। মা বলতেন যে আমি অত্যন্ত সরল, নরম মনের। তাই আমি অল্পে প্রভাবিত হব, আর ভেঙে পড়ব। আমি ইন্ডাস্ট্রির এসবের সঙ্গে লড়াই করতে পারব না। তাই আমাকে ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে হলে অনেক বেশি কঠিন হতে হবে বলে তিনি বলতেন। আসলে মা আমার ব্যাপারে অনেক বেশি রক্ষণশীল ছিলেন।’
জাহ্নবী নিজের ক্যারিয়ারের প্রসঙ্গে বলেন, ‘আমাকে আরও দীর্ঘ পথ চলতে হবে। তারকা সন্তান হিসেবে আমি নিশ্চয় বিশেষ সুবিধা পেয়ে এসেছি। আমাকে অডিশনের জন্য লম্বা লাইনে দাঁড়াতে হয়নি। তার মানে এই নয় যে আমার পথে কোনো সংগ্রাম ছিল না। তাই বলে আমি কারও থেকে সহানুভূতি ভিক্ষা করছি না। আমি শুধু আশা করি, মানুষ খোলা মনে সবকিছু বিচার-বিবেচনা করুক। আমি শুধু নিষ্ঠার সঙ্গে কাজ করে যেতে চাই। আর মানুষকে বিনোদন দেওয়ার চেষ্টা করব।’