একদিকে ‘ভুল ভুলাইয়া ৩’ ঝড় বক্স অফিসে এখনো দাপট দেখিয়ে চলেছে, অপর দিকে ‘সিংহাম এগেইন’-এর অবস্থা ক্রমশ খারাপ হতে চলেছে। তাই ‘রুহ বাবা’রূপী কার্তিক আরিয়ানের জাদুর কাছে পরাস্ত হয়েছে অজয় দেবগনের বিশাল পুলিশ বাহিনী।
১ নভেম্বর বক্স অফিসে সাড়া জাগিয়ে মুক্তি পেয়েছিল রোহিত শেঠির ‘সিংহাম এগেইন’ এবং আনিস বাজমির ‘ভুল ভুলাইয়া ৩’ ছবি দুটি। এই দুই ছবির মধ্যে রোহিতের ছবির দিকে পাল্লা ছিল ভারী। তবে যত দিন যাচ্ছে, সব হিসাব–নিকাশ উল্টে যাচ্ছে। এখন কার্তিকের ‘ভুল ভুলাইয়া ৩’ বক্স অফিসের অনেক হিসাব–নিকাশ উল্টেপাল্টে দিচ্ছে। অজয় দেবগন ‘সিংহাম’-এর এই সিকুয়েল ছবিতে আবার বাজিরাম সিংহাম রূপে হাজির ছিলেন। তবে এবার তাঁর সঙ্গে ছিল অক্ষয় কুমার, টাইগার শ্রফ, রণবীর সিং, সালমান খানকে নিয়ে এক বিশাল পুলিশ ফোর্স।
আর তাঁর সঙ্গে ছিলেন দুই লেডি সুপারস্টার দীপিকা পাড়ুকোন ও কারিনা কাপুর। কিন্তু এত আয়োজন করেও শেষ রক্ষা করতে পারেননি রোহিত।
হিসাব বলছে, শুধু ওপেনিং ইনিংসটাই ভালো খেলেছিল ‘সিংহাম এগেইন’। এরপর বক্স অফিসের আয়ের অঙ্ক ক্রমশ পড়তে থাকে। ‘সিংহাম এগেইন’ মুক্তির প্রথম সপ্তাহে ১৭৩ কোটি আয় করেছিল। আর দ্বিতীয় সপ্তাহে আয়ের অঙ্ক ছিল ৪৭ দশমিক ৫ কোটি রুপি। মুক্তির ১৭ দিনে এই ছবির মোট আয় ২৩০ দশমিক ১৬ কোটি রুপি। আর দুনিয়াজুড়ে ‘সিংহাম’-এর এই সিকুয়েল ছবির আয় ৩৫১ কোটি। তবে এই ছবির সবচেয়ে বড় ভিলেন এর বাজেট। জানা গেছে ‘সিংহাম এগেইন’ নির্মাণ করতে নির্মাতাদের পকেট থেকে গেছে ৩৫০ কোটির মতো। তাই বাজেটের নিরিখে এই ছবির আয় মোটেও ভালো নয়। বলা যায়, আরেক ফ্লপ ছবি শামিল হতে চলেছে বলিউডের ঝুলিতে।
এদিকে ‘রুহ বাবা’ আর ‘মঞ্জুলিকা’ বক্স অফিসকে নিজেদের আয়ত্তে এনে ফেলেছে। ‘ভুল ভুলাইয়া’ ফ্র্যাঞ্চাইজির এই তৃতীয় ছবিটি মুক্তির ১৭ দিন পরেও বক্স অফিসে নিজেদের দাপট দেখিয়ে চলেছে। ‘ভুল ভুলাইয়া ৩’ ঝড়ের সামনে উড়ে গেছে সুরিয়া এবং ববি দেওলের বহু চর্চিত ছবি ‘কঙ্গুয়া’। এমনকি বক্স অফিসের দৌড়ে অজয়ের ‘সিংহাম এগেইন’-কে পেছনে ফেলে দিয়েছে কার্তিকের ‘ভুল ভুলাইয়া ৩’। ‘ভুল ভুলাইয়া ৩’ ছবির বাজেট ১৫০ কোটি মতো। ছবিটি মুক্তির প্রথম সপ্তাহে আয় করেছে ১৫৮ দশমিক ২৫ কোটি।
‘ভুল ভুলাইয়া ৩’ দ্বিতীয় সপ্তাহে ব্যবসা করেছে ৫৮ কোটি মতো। তৃতীয় সপ্তাহেও ছবিটি কামাল করে চলেছে। গত শুক্রবার মুক্তির ১৫ দিনে ৪ কোটি ১৫ লাখ রুপি, শনিবার মানে ১৬ দিনে ৪ কোটি ৭৫ লাখ, আর গত রোববার অর্থাৎ ১৭ দিনে ৫ কোটি ৫২ লাখ আয় করেছে এই ভৌতিক হাসির ছবিটি। মুক্তির ১৭ দিনে আনিস বাজমির ভৌতিক হাসির এই ছবির মোট আয় ২৩০ দশমিক ৯২ কোটি রুপি। বিশ্বের বক্স অফিস থেকে ছবিটি ৩৫৬ কোটি আয় করেছে। নির্মাতারা অনেক আগেই ‘ভুল ভুলাইয়া ৩’ থেকে লাভের মুখ দেখে ফেলেছেন। এ বছরের দ্বিতীয় সবচেয়ে আয়কারী হিন্দি ছবি এবং পঞ্চম সবচেয়ে আয়কারী ভারতীয় ছবি হিসেবে কার্তিক, মাধুরী দীক্ষিত, বিদ্যা বালান এবং তৃপ্তি ডিমরি অভিনীত এই ছবির নাম উঠে এসেছে।