ভারতীয় বক্স অফিস বছরজুড়েই আলোচনায় ছিল। এই আলোচনার মূল কারণ হলো, কোন সিনেমাকে ছাড়িয়ে কোনটি। এ ছাড়া সিনেমার আয়ে রেকর্ড গড়ছে কে? প্রথম দিনের আয়ে সবচেয়ে বেশি এগিয়ে কোন সিনেমা। এসব আলোচনা ছিল বছরজুড়ে। এই তালিকায় দেখে নিতে পারেন, এযাবৎকালে বলিউডে প্রথম দিনে সবচেয়ে বেশি আয় করা শীর্ষ সাতটি সিনেমা। এই তালিকা যেন বলিউডের জন্য হতাশাজনক।